Advertisment

চন্দ্রযানে তিনের নেপথ্যের তিন কারিগর, নিজের জেলায় ফিরতেই হইহই রব

আপ্লুত কৃতিরা।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Chandrayaan three scientists Vijay Kumar Dai Mosharraf Hossain Soumyajit Chatterjee felicitated at Birbhum , চন্দ্রযানে তিনের তিন বিজ্ঞানী বিজয় কুমার দাই মোশারফ হোসেন সৌম্যজিত চ্যাটার্জীকে বীরভূমে সংবর্ধনা

জার্নালিস্ট ক্লাবে বিজ্ঞানীদের সংবর্ধনা।

চন্দ্রযান- তিন সাফল্যের অন্যতম কারিগর বীরভূমের তিন বিজ্ঞানীকে সংবর্ধনা জানাল জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বীরভূমের রামপুরহাটের লক্ষ্মী ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশরীরে উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করেন পাইকরের বাসিন্দা মহাবিজ্ঞানী মোশারফ হসেন।

Advertisment

চন্দ্রযান তিন সাফল্যে তিন বিজ্ঞানী গর্বিত করেছে বীরভূমকে। তিন মহাবিজ্ঞানী হলেন মল্লারপুর থানার দক্ষিনগ্রামের বিজয় কুমার দাই, পাইকর থানার মোশারফ হোসেন এবং সিউড়ির সৌম্যজিত চট্টোপাধ্যায়। এই তিন তৃতি জেলাই ফিরতেইতাঁদের সংবর্ধিত করল বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্যামল গুপ্ত, রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের সহ অধিকর্তা মানস কুমার দাস, মুরারই ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন, রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মণ, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিখিল কুমার সিনহা সহ অনেকে। সংগঠনের পক্ষে কৃতী বিজ্ঞানী ও তাঁদের পরিবারের হাতে স্মারকলিপি ও মানপত্র তুলে দেওয়া হয়।

সংগঠনের সহ সম্পাদক সাধন সিনহা বলেন, 'তিন বিজ্ঞানী এবং তাঁদের পরিবার আমাদের সম্মাননা গ্রহন করায় আমরা কৃতজ্ঞ।' বিজ্ঞানী মোশারফ হোসেন বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'নিজের মাটিতে ফিরে এমন সম্মান পাব ভাবিনি। খুব ভাল লাগছে গণ্যমান্য মানুষদের উপস্থিতে এই সম্মাননা।'

Birbhum Chandrayaan 3
Advertisment