Advertisment

CV Ananda Bose: এমন কাণ্ড সম্ভবত এই প্রথম, মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীর জন্য রাজভবনের 'দরজা বন্ধ'

WB Governor CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। গতকাল সন্ধেয় এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। যা ঘিরে হইচই পড়ে গিয়েছে গোটা বাংলায়। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে গতকালই মুখ খুলে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
police filed case against 3 on cv ananda bose moletation controversy case

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CV Ananda Bose: চূড়ান্ত কঠিন পদক্ষেপ রাজভবনের। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তারই জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানে রাজ্যপাল যাবেন না বলেও রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisment

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। গতকাল সন্ধেয় এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। যা ঘিরে হইচই পড়ে গিয়েছে গোটা বাংলায়। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে গতকালই মুখ খুলেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপালের।

কী বলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য?

"প্রধানমন্ত্রী এসে রাজভবনে থাকবেন। তার আগে এ কী কাণ্ড? রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক মহিলা। নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কী ধরনের ঘটনা ঘটছে? যে রাজ্যপাল নাকি বলেন, তিনি পিস রুম খুলে সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন, সেই পিস রুম কি নারী সম্মানের পিস হেভেন হয়ে গেছে? প্রধানমন্ত্রী বারবার নারী শক্তির কথা বলছেন। সেখানে রাজ্যপাল নারীর অসম্মান করছেন। বাংলার মাটিতে এই ঘটনা ঘটেছে…ছি!"

আরও পড়ুন- CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পাল্টা কাদের নিশানা সিভি আনন্দ বোসের?

চন্দ্রিমা ভট্টাচার্যের এই বিবৃতির পরেই তাঁর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ রাজভবনেরও। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মানহানিকর ও সংবিধান বিরোধী বিবিৃতর জন্য অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্যের কলকাতা, দার্জিলিং, ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরই পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে ওই মন্ত্রীর কোনও অনুষ্ঠানে যোগ দেবেন না রাজ্যপাল।

আরও পড়ুন- Kolkata Weather Today: হঠাৎই বদলে যাবে আবহাওয়া! জ্বালা জুড়োতে নামবে তেড়ে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?

গতকাল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী বলেছিলেন রাজ্যপাল?

"সত্যের জয় হবেই। আমি কৌশলী আখ্যান দ্বারা ভীত নই। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, ভগবান তাঁদের মঙ্গল করুন। কিন্তু তাঁরা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না।"

West Bengal Chandrima Bhattacharya cv ananda bose
Advertisment