scorecardresearch

সমবায় ভোটেও অশান্তি, সিপিএম প্রার্থীদের ফেলে ‘মার’, নিগ্রহ প্রাক্তন বিধায়ককেও, কাঠগড়ায় TMC

পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে ধুন্ধুমার কামারহাটিতে।

chaos at kamarhati cooperative credit society election
সমবায় ভোট ঘিরেও অশান্তি চরমে।

পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে ধুন্ধুমার কামারহাটিতে। সকাল দশটায় নির্বাচন শুরুর পর থেকেই উত্তেজনা। বাম প্রার্থীদের আটকে রেখে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান। তাঁকে ধাক্কা মেরে সরিযে দেওয়ার অভিযোগ। শেষমেশ নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বামেদের।

পুরসভার কর্মীদের গচ্ছিত টাকা থাকে এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির তহবিলে। শনিবার কামারহাটি পুরসভার সেই এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিরই নির্বাচন ছিল। এদিন সকাল দশটা নাগাদ নির্বাচন শুরু হতেই ছড়ায় উত্তেজনা। সিপিএমের প্রার্থীরা ভিতরে ঢুকলে তাঁদের আটকে রাখা হয় বলে অভিযোগ। এমনকী বেশ কয়েকজন প্রার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন- বঙ্গের ডিএ ধর্না এবার দিল্লিতে, যন্তর মন্তরের কর্মসূচিতে আপত্তি নেই শাহের মন্ত্রকের

এই ঘটনার খবর পেয়েই সেখানে যান কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই তৃণমূলের কর্মীরা তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ সিপিএমের প্রাক্তন বিধায়কের। শেষমেশ দলের প্রার্থীদের নিয়ে বেরিয়ে যান তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বামেরা।

আরও পড়ুন- কুড়মিদের একরোখা আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল, টানা অবরোধে আজও বহু ট্রেন বাতিল

নির্বাচনের নামে প্রহসন চলছে, এই অভিযোগেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বামেরা। প্রাক্তন বাম বিধায়কের দাবি, পুরসভার কর্মচারীদের তহবিলে থাকা টাকা আত্মসাৎ করতেই তৃণমূল নির্বাচনের নামে প্রহসন চালাচ্ছে। যদিও এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন- পাহাড় কোলে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, অপূর্ব এই এলাকার নৈস্বর্গিক শোভা হৃদয় জুড়োবে

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Chaos at kamarhati cooperative credit society election