Advertisment

কেষ্টর জেলাতেও ব্যালট-বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই তুমুল মারামারি তৃণমূলের দুই গোষ্ঠীর

উত্তর থেকে দক্ষিণ 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে ব্যালট-বিশৃঙ্খলা থামছেই না।

author-image
IE Bangla Web Desk
New Update
chaos at tmc's programme at birbhum muraroi

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ব্যালট-বিশৃঙ্খলা চলছেই।

উত্তর থেকে দক্ষিণ 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে ব্যালট-বিশৃঙ্খলা থামছেই না। এবার অনুব্রত মণ্ডলের জেলাতেই পঞ্চায়েতের প্রার্থী বাছাই কর্মসূচিতে ব্যালটবক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। এমনকী ব্যালট নিয়ে দৌড়তেও দেখা গেল কয়েকজনকে। বেশ কয়েকজনকে এদিন হাতাহাতিতেও জড়াতে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যেপাধ্যায় সভাস্থল ছাড়তেই গত কয়েকদিনের সেই চেনা ছবি ফিরে এল। যা দেখে কটাক্ষ করেছেন বিরোধীরা।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি হাতে নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। জেলায়-জেলায় ঘুরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের 'যোগ্য' প্রার্থী বেছে নেওয়াই এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য। দলের তৃণমূল স্তরের কর্মীদের থেকে গোপন ব্যালটে নেওয়া হচ্ছে মতামত, সাধারণ মানুষও মতামত দিতে পারছেন। নির্দিষ্ট ব্যালট বক্সে তাঁদের সেই মতামত দেওয়ার কাগজটি ফেলতে হচ্ছে।

তবে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের এই স্ট্র্যাটেজি হাতে নিয়ে শুরু থেকেই বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলকে। দলের কোন্দল আরও তীব্রভাবে যেন ফুটে বেরোচ্ছে। উত্তরবঙ্গ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কোচবিহারের গোসানিমাড়িতে এই ব্যালটে ভোট দেওয়া ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন- কবিপ্রণামে বঙ্গে শাহ, নাম না করে কটাক্ষ মমতার, তুললেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর প্রসঙ্গও

তুলে নিয়ে গিয়ে আছড়ে ফেলা হয়েছিল ব্যালটবক্স। একইভাবে সাহেবঞ্জেও ব্যালট-বিশৃঙ্খলা এড়ানো যায়নি। এরপর জলপাইগুড়ির রাজগঞ্জেও সেই একই ছবি ফিরেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই হাতাহাতি-মারামারিতে জড়িয়েছিল তৃণমূলের দু'পক্ষ। এরপর উত্তর দিনাজপুরের করণদিঘিতেও ব্যালটে প্রার্থী বাছা নিয়ে তুমুল মারামারিতে জড়িয়েছিলেন জোড়াফুলের কর্মী-সমর্থকরা। শেষবার মুর্শিদাবাদের বড়ঞায় ভোটাভুটির সময় সংঘর্ষ বেঁধে যায় তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম দশা হয় পুলিশকর্মীদের। চেয়ার-টেবিল আছড়ে ভাঙতে দেখা গিয়েছে কয়েকজনকে।

এরপর মঙ্গলবার বীরভূমের মুরারই। জেলবন্দি অনুব্রত মণ্ডলের জেলাতেও ব্যালট-বিশৃঙ্খলা এড়াতে পারল না রাজ্যের শাসকদল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে ব্যালটে প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়। হাতাহাতিতে জড়াতে দেখা যায় তৃণমূল কর্মীদের। এমনকী ব্যালট নিয়ে দৌড়তেও দেখা গিয়েছে বেশ কয়েকজনকে।

আরও পড়ুন- তুফান গতিতে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বুধেই তৈরি ঘূর্ণিঝড় ‘মোকা’, ল্যান্ডফল কোথায়?

দিকে-দিকে ব্যালট বিশৃঙ্খলা নিয়ে আগেই দলের কর্মীদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "যাঁরা ভাবছেন ২০টা ভোট বাড়তি দিয়ে আমার জায়গাটা নিশ্চিত করতে পারব, তাঁরা মুর্খের স্বর্গে বাস করছেন।'' তবে অভিষেকের এই হুঁশিয়ারিতে যে তাঁরই দলের কর্মীরা বিশেষ একটা আমল দিচ্ছেন না তা গত কয়েকদিনের লাগাতার বিশৃঙ্খলাতেই খানিকটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Birbhum tmc
Advertisment