সমাবর্তন অনুষ্ঠান ঘিরেও অশান্তি-বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তন অনুষ্ঠানে ঢোকায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই বিষয়টি নিয়েই শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দেন কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন প্রাক্তনীরা।
এবার সমাবর্তনেও অশান্তি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এদিন কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে আমন্ত্রিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। এদিকে, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে এদিন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। গোটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
আরও পড়ুন- ফুটবলের সাইজের টিউমারে দম বন্ধের জোগাড়! জটিল অস্ত্রোপচারে যুবককে ‘প্রাণদান’
এখানেই বাধে বিপত্তি। নিরাপত্তার কড়াকড়িতে এদিন সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তনীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তা নিয়েই নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসা শুরু হয় প্রাক্তনীদের। শেষমেশ প্রাক্তনীদের ব্যাগ রেখে অনুষ্ঠানে ঢোকার কথা বলা হয়। তবে এব্যাপারে আগেভাগে কিছু না জানানোয় ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর উপাসনা গৃহের মূল ফটকের সামনে বিক্ষোভে ফেটে পড়ে প্রাক্তনীদের একাংশ।
শুক্রবার সকালে নির্ধারিত সময়েই বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। তবে অনুষ্ঠান শুরুর কিছু সময় পরেই বিক্ষোভ শুরু করে প্রাক্তনীরা। এদিকে, এদিন সকালেই বিশ্ববিদ্যাল প্রাঙ্গণজুড়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে পোস্টার দেখা যায়। 'ভিসি দূর হঠো, বিদ্যুৎ চক্রবর্তী গো-ব্যাক' লেখা ছিল ওই পোস্টারগুলিতে। ওই পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছিল তা অবশ্য স্পষ্ট হয়নি।