Advertisment

হুডখোলা টোটোয় ভোটের প্রচার, অলি-গলি চষে ফেলছেন তৃণমূল নেতা

খরচ কম, নেই দূষণ। তাই টোটোয় চেপেই ভোটের প্রচারে প্রাক্তন পুরপ্রধান।

author-image
IE Bangla Web Desk
New Update
Chapdani's Trinamool leader Suresh Mishra is campaigning in Toto

হুডখোলা টোটোয় চেপে ভোটের প্রচারে তৃণমূল নেতা সুরেশ মিশ্র। ছবি: উত্তম দত্ত

এবার ভোটের প্রচারে নয়া চমক হুডখোলা টোটো! প্রার্থী চলেছেন অলিতে-গলিতে গলিতে। ভোট ভিক্ষায় অভিনবত্ব হুগলির চাঁপদানিতে। সকাল-সন্ধে প্রাক্তন পুরপ্রধানের প্রচারে বাহন টোটো। হুডখোলা এই টোটোয় চেপেই গোটা ওয়ার্ড চষে ফেলছেন চাঁপদানির প্রাক্তন পুরপ্রধান তথা ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরেশ মিশ্র।

Advertisment

আসন্ন পুর নির্বাচনে চাঁপদানির হেভিওয়েট তৃণমূল প্রার্থীদের মধ্যে অন্যতম প্রাক্তন পুরপ্রধান তথা এলাকার দাপুটে নেতা সুরেশ মিশ্র। দোরগোড়ায় নির্বাচন। তাই আর এতটুক সময়ও নষ্ট করতে নারাজ সুরেশ মিশ্র। সকাল-সন্ধে গোটা ওয়ার্ড চষে ফেলছেন তৃণমূলের এই নেতা। কর্মী, অনুগামীদের নিয়েই চলছে দেদার প্রচার। চাঁপদানি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অলিতে-গলিতে ঢুকে প্রচার সারছেন এই তৃণমূল প্রার্থী।

মাস পাঁচেক আগে থেকেই ভোটের প্রচারে বিশেষ একটি গাড়ি ব্যবহারের পরিকল্পনা করে ফেলেছিলেন সুরেশ মিশ্র। সেই মতো তিনি যোগাযোগও করেছিলেন চুঁচুড়ার একটি সংস্থার সঙ্গে। এবার সেই সংস্থাই সুরেশ মিশ্রর জন্য বানিয়েছে একটি হুডখোলা টোটো।

আরও পড়ুন- কার নির্দেশে আনিসের বাড়িতে? বিস্ফোরক বয়ান ধৃত ২ পুলিশকর্মীর

সেই টোটোয় চেপেই ওয়ার্ডে প্রচার সারছেন তৃণমূল নেতা। আধুনিকভাবে তৈরি এই টোটো দেখতে তাঁর প্রচারে রীতিমতো ভিড় জমছে। টোটোর সামনে মাইকও জুড়ে দেওয়া হয়েছে। টোটোর সামনে চালকের আসন। পিছনে প্রার্থীর দাঁড়ানোর রয়েছে জায়গা।

কিন্তু হঠাৎ এই কনসেপ্ট মাথায় এল কেন? সুরেশ মিশ্র বললেন, ''প্রথমত এটা ব্যয়বহুল নয়। পুরনো জিপ মডিফাই করে হুডখোলা জিপ তৈরি হয়। জিপের ক্ষেত্রে তেলও বেশি খরচ হয়। অলি-গলিতে ঢোকে না জিপ। তাই টোটোর কথা মাথায় আসে। শুধু এই গাড়ি চালানোর খরচ কম তাই নয়, এটি দূষণও ছড়ায় না। ছোট গলিতেও অনায়াসে ঢুকে যেতে পারে টোটো। তাছাড়া করোনাকালে এই গাড়িতে লোক কম ধরার একটা সুবিধাও রয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও টোটোয় চেপে প্রচারে কোনও সমস্যা হয় না।'' সব দিক ভেবেই তাই টোটোয় ভোটের প্রচার সারছেন সুরেশ মিশ্র।

West Bengal Municipal Elections Hooghly Election Campaign
Advertisment