Advertisment

বঙ্গতনয়ার নজরকাড়া কীর্তি! আপ্লুত ব্রিটেনের রাজা-রাণী, বিশেষ দিনে 'দারুণ নকশা'র পোশাকেই ভরসা

বাকিংহাম প্যালেসের তরফে বাঙালি কন্যেকে রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Charles lll & Queen to be worn dresses designed by priyanka mallick

বাঙালি কন্যার প্রশংসায় পঞ্চমুখ ব্রিটেনের রাজা-রাণী।

সেজে উঠেছে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আগামী ৬ মে। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনে চেষ্টায় ফাঁক রাখছে না ব্রিটিশ সরকার। তুঙ্গে তোড়জোড়। তবে ব্রিটেনের রাজার রাজ্যভিষেক পর্বের সঙ্গেই জড়িয়ে গিয়েছে বাংলার নাম। রাজ্যভিষেকের ঠিক পরের দিন অর্থাৎ ৭ মে উইন্ডোসোর প্রাসাদে রাজকীয় এক জলসার আয়োজন করা হয়েছে। আর সেই জলসায় এক বঙ্গতনয়ার ডিজাইন করা ড্রেস পড়তে দেখা যাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণীকে। বাঙালি কন্যার হাতে গড়া নজরকাড়া নকশা দেখে আপ্লুত ব্রিটেনের রাজা-রাণী। ব্যক্তিগতভাবেও তাঁরা চিঠি লিখে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন বাঙালি কন্যেকে। বাকিংহাম প্যালেসের তরফে ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এই বঙ্গতনয়াকেও।

Advertisment

হুগলির সিঙ্গুরের বাসিন্দা বছর উনত্রিশের প্রিয়াঙ্কা মল্লিক। পেশায় ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণী। আগামী ৭ মে উইন্ডোসোর প্রাসাদে রাজকীয় জলসায় প্রিয়াঙ্কার ডিজাইন করা ড্রেসই পরবেন তাঁরা। বঙ্গনতনায় ডিজাইন করা ড্রেস দেখে আপ্লুত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণী। দু'জনেই প্রশংসাপত্র পাঠিয়েছেন প্রিয়াঙ্কাকে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা। বাকিংহাম প্যালেসের এই রাজকীয় আমন্ত্রণে আনন্দে ভাসছেন প্রিয়াঙ্কা।

publive-image
রাতা তৃতীয় চার্ল ও রাণীর জন্য প্রিয়াঙ্কার ডিজাইন করা ড্রেস।

তাঁর কথায়, "২২ ফেব্রুয়ারি লন্ডন ফ্যাশন উইকের অনুষ্ঠানে ভার্চুয়ালি বাকিংহাম প্যালেসের কর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। আমার একটি ড্রেসের ডিজাইন ওঁদের ভীষণ পছন্দ হয়। ওঁরা প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর থেকে বাকিংহাম প্যালেসের কর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ে। কয়েকজন আমাকে কুইনের জন্য ড্রেস ডিজাইনের পরামর্শ দেন। আমি একটি ড্রেস ডিজইন করি। সেটি ভীষণ পছন্দ হয়েছে রাণীর। উনি আমাকে চিঠিতে সেকথা জানিয়েছেন। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছি। আমি ভার্চুয়ালি যোগ দেব ওই অনুষ্ঠানে। রাজা তৃতীয় চার্লসের জন্যও একটি ড্রেস ডিজাইন করেছি। সেটিও ওঁর দারুণ পছন্দ হয়েছে। 'বাটারফ্লাই ব্রুচ' ডিজাইন করেছি। রাজ্যভিষেকের আগে কিংস চার্লসকে একটি মেসেজও পাঠিয়েছি।"

publive-image
বাকিংহাম প্যালেসের তরফে প্রিয়াঙ্কা মল্লিককে অভিনন্দনপত্র।

ব্রিটিনের রাজা ও রাণী, দুটি পোশাকের ডিজাইন তৈরির পিছনেই একটি ব্যাখ্যা রয়েছে। এবিষয়ে প্রিয়াঙ্কা বলেন, "আমি বাটারফ্লাই ব্রুচটি রাজা তৃতীয় চার্লস-এর জন্য ডিজাইন করেছি। আমার বাটারফ্লাই ব্রুচের নকশা রঙের সঙ্গেই একটি ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। এটি মহাজাগতিক শক্তির প্রতীক এবং অন্ধকার সময়ে নতুন শুরুর আশা জাগানেরা বার্তা দেয়।"

publive-image
ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক। এক্সপ্রেস ফটো

আরও পড়ুন- ‘প্রশাসন সচেতন থাকলে একের পর খুন হতো না’, রাজ্যকে তুলোধনা এসসি কমিশনের

উল্লেখ্য, আগামী ৬ মে ব্রিটেনের রাজ রীতি মেনে রাজমুকুট গ্রহণ করবেন রাজা তৃতীয় চার্লস। বিশেষ ওই দিনে রাজার পাশেই থাকবেন তাঁর স্ত্রী ক্যামিলা। ব্রিটিশ রাজ পরিবারের এটি হল ৪০তম রাজ্যিভিষেকের অনুষ্ঠান। ব্রিটিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান আগামী ৬ মে। আগামী ৭ মে রাজকীয় একটি জলসার আয়োজন করা হয়েছে এই রাজ্যাভিষেক পর্বকে কেন্দ্র করেই। দেশ-বিদেশের বহু নামী শিল্পীদের সমন্বয়ে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটেনের সরকার। ওই বিশেষ দিনটিতেই বঙ্গতনয়া প্রিয়াঙ্কা মল্লিকের ডিজাইন করা ড্রেস পরবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর রাণী।

singur West Bengal Britain Third Charles
Advertisment