Advertisment

Sandeshkhali Incident: 'বিভীষিকাময়-চরম আতঙ্কের', সন্দেশখালি নিয়ে এবার মমতাকে চিঠি ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীর!

Sandeshkhali Row: দোষীদের রাজনৈতিক রক্ষকদরাও অপরাধী, আশা করব তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আপনি এখন রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থ সম্পর্কিত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Chhattisgarh CM Vishnu Deo Sai targets Mamata Banerjee over Sandeshkhali , ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সন্দেশখালির অভিযুক্তদের ধরতে মমতাকে চিঠি দিয়েছেন

TMC: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Sandeshkhali West Bengal: বিক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। ৫৪ দিন পার হলেও সন্দেশখালির মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। তাঁকে গ্রেফতারে পুলিশের কোনও বাধা নেই বলে সোমবারই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে মমতা সরকারের উপর অন্য চাপের খেলা শিরু হল। এবার সন্দেশখালির আদিবাসী মহিলাদের উপর যৌন নিপীড়ন, জমি দখলের অভিযোগের নিন্দায় সরব ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। সন্দেশখালিকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়ে বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisment

সম্প্রতি সন্দেশখালিতে যে অভিযোগ মিলেছে তা 'হৃদয়-বিদারক ও বেদনাদায়ক' বলে ওই চিঠিতে লিখেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। মমতাকে দেওয়া চিঠিতে উল্লেখ, 'আপনার রাজ্যের সন্দেশখালি এলাকায় ৫০ জনের বেশি আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ, হাজার হাজার আদিবাসীর কাছ থেকে জমি কেড়ে নেওয়া এবং ১০০ দিনের কাজ প্রকল্পে মজুরি চাকা কেড়ে নেওয়ার মতো ঘটনাগুলি মানবতাকে কলঙ্কিত করেছে। জাতীয় তফসিলি উপজাতি কমিশনের দেওয়া রিপোর্ট ভয়ঙ্কর এবং বিভীষিকাময়।'

রেশন দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে থাকা উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরুদ্ধে ব্যাপক জনরোষ দেখা গিয়েছে। শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আদিবাসী সহ মহিলাদের উপর যৌন হেনস্থা ও জমি দখলের অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুন- Sandeshkhali Row: সন্দেশখালি মামলায় ফের ধাক্কা রাজ্যের! এবার নিঃশর্ত জামিন সিপিএমের নিরাপদ সর্দারের

পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতির তুলে ধরে মুখ্যমন্ত্রী সাই চিঠিতে লিখেছেন, নারীর ক্ষমতায়নের আন্দোলন বাংলা থেকে শুরু হয়েছিল। বিশিষ্ট আধ্যাত্মিক নেতা, স্বাধীনতা সংগ্রামী স্বামী বিবেকানন্দ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মতো সমাজ সংস্কারকরা বাংলার বীর সন্তান ছিলেন। এসবের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতাকে দেওয়া চিঠিতে লিখেছেন, 'এমন একটি সচেতন রাজ্য, সমাজের দুস্থ ও বঞ্চিতদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে সহ্য করতে পারে না।' ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই চিঠিতে , মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটব্যাঙ্কের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থে পদক্ষেপ করতে অনুরোধ করেছেন। লিখেছেন, 'আপনার নেতৃত্বে এমন পরিস্থিতির উদ্ভব হওয়া অত্যন্ত নিন্দনীয়। রাজ্যে আদিবাসীদের জীবনকে বিপদে ফেলা এবং শুধুমাত্র তুষ্টিকরণ ও ভোটের রাজনীতির কারণে তাদের সম্মান, জীবন ও সম্পত্তি নিয়ে ভয়ঙ্কর খেলা অসহনীয়।'

আরও পড়ুন- Mamata Banerjee: দুয়ারে লোকসভা, জেলা থেকে চমকে দেওয়া ঘোষণা মমতার

চিঠিতে আরও লেথা রয়েছে যে, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায়, এটা আশা করা যায় যে আপনি পরিস্থিতি সামলাতে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করবেন এবং অবিলম্বে শাহজাহান ও সিরাজুদ্দিনের মতো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন, কঠোর শাস্তি দেবেন। দোষীদের রাজনৈতিক রক্ষকদরাও অপরাধী, আশা করব তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আপনি এখন রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থ সম্পর্কিত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

আরও পড়ুন- Sandeshkhali Unrest: ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি! অশান্তির স্রোত ডিঙিয়েই দ্বীপাঞ্চলে বাদশা, দেবদূতরা

sandeshkali ed Chattishgarh bjp tmc Mamata Banerjee Sandeshkhali
Advertisment