Advertisment

Calcutta High Court: গরমে কিছুটা স্বস্তি আইনজীবীদের, কী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির?

Heat Wave: কতদিন বজায় থাকবে এই নির্দেশ?

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Justice of Calcutta High Court has ordered that lawyers should not wear black gown in summer, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ গরমে কালো জোব্বা পরতে হবে না আইনজীবীদের

Lawyers: কলকাতা হাইকোর্টের সামনে আইনজীবীরা।

Lawyers Should Not Wear Black Gown In Summer: চলছে দাবদাহ। কিন্তু তাতেও লম্বা হাতা সাদা পোশাক, গলা বন্ধ সাদা কলার, টাই ও কালো জোব্বা থেকে রেহাই নেই আইনজীবীদের। এভাবেই চলে এই এজলাস থেকে ওই এজসালে ছোটাছুটি। ফলে আরও গলদঘর্ম অবস্থা। প্রচণ্ড কষ্ট আইনজীবীদের। যা বুঝতে পেরেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শুক্রবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই গরমে আইনজীবীদের পোশাক সংক্রান্ত সমস্যা ঘোচাতে বিশেষ বিবৃতি জারি করেছেন।

Advertisment

জারি করা বিবৃতিতে কলকাতা হাই কোর্ট জানিয়েছে প্রচণ্ড গরমে আইনজীবীদের আপাতত কালো জোব্বা পরতে হবে না।

এপ্রিল পড়তেই রাজ্যে যেন লু বইছে। জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে আদালতকে কালো জোব্বা পরা থেকে অব্যহতি দিতে প্রধান বিচারপতির কাছে দরবার করেছিলেন হাইকোর্টের আইনজীবী। শেষপর্যন্ত ওই আর্জি মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন- খাবারেও এগিয়ে বাংলা! ভারতশ্রেষ্ঠ পুষ্টিকর খাদ্য-দৌড়ে ‘সেরার সেরা’ বাংলার কোন রেসিপি?

হাইকোর্টের বিবৃতিতে বলা হয়েছে, এই গরম আবহাওয়া বিবেচনা করে আপাতত আইনজীবীদের কালো জোব্বা পরতে হবে না। এই নির্দেশ কার্যকর থাকবে আগামী জুন মাসে আদালতের গরমের ছুটি শেষ না হওয়া পর্যন্ত।

কলকাতা হাইকোর্টে গরমের ছুটি চললেও কিছু মামলার বিচার চলবে বিশেষ অবকাশকালীন বেঞ্চে। সওয়ালের সময় আইনজীবীদের জোব্বা পরতে হবে না।

Calcutta High Court Lawyer Heat Wave summer heat
Advertisment