Advertisment

খারিজ শুভেন্দুর যুক্তি, পাল্টা দিতে সপ্তাহের শুরুর দিনই আসরে খোদ মমতা

মণিপুর নিয়ে বিধানসভায় শাসক দল প্রস্তাব আনলে বিরোধী বিজেপি বিধায়করা কী তাতে অংশ নেবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari warns Mamata administration after police move stage of BJP from Jadavpur , 'টুকরে টুকরে গ্যাং-কে উৎখাত করবই, যাদবপুর থেকে পুলিশ মঞ্চ সরাতেই হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়।

গত প্রায় তিন মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর। গর্জে উঠেছে দেশ। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে চলছে তোলপাড়। নারীদের সম্মান নিয়ে কেন্দ্র ও বিজেপিকে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মণিপুর ইস্যুর আঁচ পড়তে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। মণিপুরের ঘটনার নিন্দা প্রস্তাব বিধানসভায় আনতে চায় শাসক শিবির। তবে এই ইস্যুতে আলোচনায় ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর যুক্তি, মণিপুর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না। কিন্তু বিজেপির সেই যুক্তি খারিজ করছে তৃণমূল।

Advertisment

আগামী সোমবারই রাজ্য বিধানসভায় মণিপুর পরিস্থিতি নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চাইছে শাসক দল। তারপর ওই প্রস্তাবের উপর আলোচনা চাইছে তৃণমূল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনের বিতর্কে জবাবি বক্তৃতা দেবেন।

আরও পড়ুন- বেনজির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, বরখাস্ত পূর্ব বর্ধমানের পর্ষদ চেয়ারম্যান

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেকের মতে, পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে বিজেপি সরব। গেরুয়া শিবির সোচ্চার বাংলায় নারী নির্যাতন নিয়েও। তৃণমূলের দাবি, মণিপুর ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই এই পদক্ষেপ করছে পদ্ম বাহিনী। এই অবস্থায় মণিপুর অস্ত্রে শান দিতে চান মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধানসভায় বোঝাতে চায় যে, মণিপুর ও বাংলার পরিস্থিতি এক নয়। মালদায় দুই আদিবাসী মহিলাকে নির্যাতনের ঘটনা এরেবারেই বিক্ষিপ্ত। রাজ্যে মোটের উপর শান্ত পরিস্থিতি রয়েছে। কিন্তু মণিপুর গত তিন মাস ধরে অশান্ত। প্রায় দেড়শ মানুষের প্রাণহানি ঘটেছে। অন্তত ৫০ হাজার মানুষ ঘর ছাড়া। সে রাজ্যে মহিলাদের উপর অকথ্য অত্যাচার চলছে। মোদী সরকার সেখানে শান্তি ফেরাতে শুধু ব্যর্থ।

মণিপুর নিয়ে বিধানসভায় শাসক দল প্রস্তাব আনলে বিরোধী বিজেপি বিধায়করা কী তাতে অংশ নেবেন? জবাবে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার বলেছেন, 'বাংলায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আমরা বিধানসভায় আলোচনা চাইছি। কিন্তু, বাংলার বিষয় নিয়ে এদের চিন্তা নেই, অন্য রাজ্যের বিষয়ে এঁরা আলোচনাকে অগ্রাধিকার দিতে মরিয়া।'

আরও পড়ুন- চরম অপরাধ, বাগুইহাটি থানার দুই পুলিশ পদাধিকারী সাসপেন্ড, নির্দেশ হাইকোর্টের

Suvendu Adhikari West Bengal Assembly bjp tmc Manipur Mamata Banerjee Manipur Violence
Advertisment