ফের শিশু মৃত্যু। বিসি রায় হাসাপাতালে মৃত্যু আড়াই মাসের শিশুকন্যার। শনিবারই জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। শারীরিক পরিস্থিতির অবনতি হলে পাঠানো হয় ভেন্টিলেশনে। গভীর রাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জ্বর-সর্দি-কাশিতে ভুগে শহর থেকে জেলা, একের পর এক শিশু-মৃত্যুতে উদ্বেগ চরমে উঠেছে।
ফের শিশু মৃত্যু। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার জেরেই একের পর কে শিশুর মৃত্যু বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। রাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে এই ভাইরাস। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জীবনহানির আশঙ্কা বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে এই ভাইরাস।
আরও পড়ুন- Adenovirus: পরপর শিশু মৃত্যুতে মাত্রাছাড়া উদ্বেগ! আতঙ্ক এড়িয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ জানুন
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতার বিসি রায় হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলিয়ে মোট ৪টি শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত শুধুমাত্র শ্বাসকষ্টের জেরেই রাজ্যজুড়ে ১৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘শিক্ষা নেয়নি-অপ্রস্তুতি সরকার’, অ্যাডিনোর থাবা জোড়াল হতেই ক্ষুব্ধ চিকিৎসকরা
রাজ্য সরকারও বিবৃতি দিয়ে জানিয়েছে এখনও পর্যন্ত ৫ হাজার ২১৩টি শিশু অ্যাকিউটি রেসপিরেটরি ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সরকারি হাসপাতালে ভর্তি থাকা ১২টি শিশুর অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে রাজ্য জানিয়েছে। যদিও তাদের ৮টি শিশুর কোমর্বিডিটি ছিল বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন- রাজ্যজুড়ে ‘অ্যাডিনোর তাণ্ডব’ ‘হিমশিম’ বিসি রায় শিশু হাসপাতাল! ‘রেফার রোগেই’ নাস্তানাবুদ