Advertisment

কাঁকড়া ধরতে গিয়ে সাপের গর্তে হাত! এক ছোবলেই মর্মান্তিক মৃত্যু শিশুর

সাপের ছোবলে একরত্তি শিশু এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা-বাবা থেকে শুরু করে পরিবারের অন্যরা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Child dies after being bitten by a snake in Bakultala South 24 Parganas

দক্ষিণ বারাসতের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল।

কাঁকড়া ধরতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায়। এই এলাকার মায়া হাউরি পঞ্চায়েতের খেজুরতলা গ্রামের বাসিন্দা হারান নস্কর। তাঁরই ৭ বছরের শিশু পুত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির পাশের চাষের জমিতে জলা জায়গার পাশে একটি কাঁকড়া দেখতে পায় শিশুটি। কাঁকড়াটি ধরার জন্য তাকে অনুসরণ করলে মুহূর্তের মধ্যে কাঁকড়াটি একটি গর্তে ঢুকে যায়। এরপর শিশুটি ওই কাঁকড়ার গর্তে হাত ঢুকিয়ে তাকে ধরতে যায়। তখনই গর্তের মধ্যে থাকা বিষধর সাপ তাকে ছোবল মারে।

পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে। তার বাড়ির লোকজন তাকে নিয়ে দক্ষিণ বারাসতের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছে যায়। তবে শেষ রক্ষে হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন- Digital School: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ডিজিটাল স্কুল, খুশিতে ডগমগ খুদে পড়ুয়ার দল

এদিকে, সাপের ছোবলে একরত্তি শিশু এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা-বাবা থেকে শুরু করে পরিবারের অন্যরা।

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে বিশেষ অভিযান, ১০ হাজারের বেশি বিনা টিকিটের যাত্রীকে জরিমানা

South 24 Pgs West Bengal Child death
Advertisment