গত রবিবার বিরোধী দলনেতার টুইট ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ, ওই টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মাথার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। যার প্রতিবাদে মুখর হয় শাসক শিবির। শুভেন্দুর দাবি নস্যাৎ করেছিলেন স্বয়ং অভিষেক। সেখানেই বিষয়টির ইতি ঘটেনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে পকসো আইনে এফআইআর করা হয়। এছাড়া শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ খতিয়ে দেখেছে কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে বিরোধী দলনেতার কাছে শোকজ নোটিস যাবে বলে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা বলেন, 'একজনের অভিযোগ করেছিলেন যে শুভেন্দু অধিকারী অবমাননাকর টুইট করেছেন। সেগুলি খতিয়ে দেকা হয়েছে। কমিশন মনে করছে ওই টুইট কুরুচিকর। UNCRC এবং IPC-র উল্লেখিত বিধিভঙ্গ করেছে। ফলে ওনার কাছে শুক্রবার শোকজ নোটিস পৌঁছে যাবে। রাজনীতি তে শিশুদের টেনে আনা শোভন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টায়।' জানা গিয়েছে শম্পা দাস নামে এক মহিলা কমিশনের কাছে শুভেন্দুর টুইট নিয়ে অভিযোগ জানিয়েছেন।
টুইটে কী লিখেছিলেন শুভেন্দু?
সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যয়ের নাম না নিলেও গত রবিবারের টুইটে শুভেন্দু লিখেছিলেন, ‘আজ তাজ বেঙ্গলে মহোৎসবের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। ৫০০-র বেশি পুলিশকর্মী, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পাহারায় মোতায়েন করা হয়েছে। দরজায় বসানো হয়েছে ধাতব পদার্থ শনাক্তকরণের প্রযুক্তি।’
তৃণমূলের জবাব
উল্লেখ্য, বিজেপি-তে যোগদানের পর থেকে অভিষেককে 'ভাইপো' বলেই কটাক্ষ করেন বিরোধী দলনেতা।
ওই টুইটের পরই রেরে করে ওঠে তৃণমূল। অভিষেকের ছেলের জন্মদিনের কোনও আয়োজন গত রবিবার ছিল না তা স্পষ্ট করে দেওয়া হয়। শুভেন্দুর টুইটটিকেও 'ভুয়ো' বলে দাবি করা হয়েছে জোড়-ফুলের তরফে। দলের রাজ্য সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, 'রাজ্যের লোডশেডিংয়ে জেতা বিধায়ক তথা বিরোধী দলনেতাল একটি ট্যুইট করেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তাজ বেঙ্গল নাকি সেই জায়গা! স্পষ্ট কথা হল, আজ রাতে কোথাও ডিনার হচ্ছে না। কারণ তাজ বেঙ্গলে দুপুরে যে অনুষ্ঠান হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুটবল ক্লাবের মুখ্য উপদেষ্টা, তারা আত্মপ্রকাশের প্রথম মরসুমেই প্রিমিয়ার ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছে। সেটিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। কিছু উন্মাদ লোকজন তাতেও বিশ্বাসও করেছেন। এই চূড়ান্ত মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। বুঝতে পারছি, শুভেন্দুর মানসিক বিকৃতি ঘটেছে। অভিষেক ফোবিয়ায় ভুগছেন উনি'
গত সোমবারই অবশ্য এ নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে দাঁড়িয়ে ওই প্রসঙ্গে বলেন, 'বেগম বললে কেন মমতা ব্যানার্জীর গায়ে লাগছে? কত ভাইপো আছে, কয়লা ভাইপো বলেছি, তাহলে কয়লা ভাইপো নামটা ওনার? ওটা যে ওনাদেরই বলেছি তার কী প্রমাণ?'
অভিষেকের পাল্টা
মঙ্গলবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুভেন্দুকে কটাক্ষ করেন।
বলেন, 'প্রথমে বলল আমার ছেলের জন্মদিন। আগে আমাকে আক্রমণ করত, না পারতেই আমার স্ত্রীকে আক্রমণ করল, আমার স্ত্রীর সঙ্গে না পেয়ে আমারপ শ্যালিকা, এবার আমার তিন বছরের ছোট্ট বাচ্চা। তাকেও ছাড়ছে না, এতটাই নির্লজ্জ বেহায়া। আমার সংস্কৃতি আমি আপনার পরিবারের কাউকে টানব না। আমার লড়াই বিজেপির সঙ্গে। জনগণকে সংঘব্ধ করে আমি বিজেপির বিরুদ্ধে লড়েছি, লড়ছি, আগানিতেও লড়ব।'