Advertisment

ইনজেকশন নিয়ে অসুস্থ শিশু! দুর্গাপুর হাসপাতালে বিক্ষোভ অভিভাবকদের

একে একে ভয়ে আতঙ্কে হাসপাতাল ছাড়তে শুরু করে শিশু-সহ পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Durgapur, Child Health, Agitation

অসুস্থ শিশু কোলে এক মা।-নিজস্ব চিত্র

Durgapur: ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লো শিশুরা। এই অভিযোগে উত্তপ্ত দূর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। পুলিশকে ঘিরে ধরে কার্যত ক্ষোভে ফেটে পড়ল শিশুর পরিবার-পরিজনরা। শিশুর পরিবাররা হাসপাতাল সুপার ও কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়।

Advertisment
publive-image
হাসপাতালে মোতায়েন পুলিশ. নিজস্ব চিত্র

শুক্রবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ইনজেকশন দেওয়া শুরু হয়। বিকেলেও একই ইনজেকশন দেওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও বিগড়ে যায়। একে একে ভয়ে আতঙ্কে হাসপাতাল ছাড়তে শুরু করে শিশু-সহ পরিবার। দূর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডল আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানালেও, আতঙ্কিত শিশুর পরিবাররা একে একে হাসপাতাল ছাড়তে শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

agitation durgapur hospital Child illness
Advertisment