scorecardresearch

নজিরবিহীন উদ্যোগ সল্টলেকের স্কুলের, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি চিনা ভাষাকে

কলকাতায় নিযুক্ত চিনের কনসাল জেনারেলের উপস্থিতিতে বিশেষ এই কার্যক্রমের সূচনা।

Chinese is recognized as a third language in schools in Salt Lake
সল্টলেকের স্কুলে চিনা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নেওয়া হল। এক্সপ্রেস ফটো : শশী ঘোষ।

অভিনব উদ্যোগ সল্টলেকের সেন্ট জোনস স্কুলের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর শুভ লগ্নে স্কুলের থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি চিনা ভাষাকে। সল্টলেকের বেসরকারি স্কুলের কীর্তি সাড়া ফেলে দিয়েছে। কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল ঝা লিয়োর হাত ধরেই স্কুলের থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চাইনিজ ভাষা স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গের একটি স্কুলে চিনা ভাষাকে এমন স্বীকৃতি দেওয়ায় চিনের কনসাল জেনারেলও আপ্লুত। এই উদ্যোগ ভারত-চিন সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশাবাদী তিনি।

আগামিকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। রবি ঠাকুরের জন্মবার্ষিকীর ঠিক আগে সল্টলেকের সেন্ট জোনস স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজে চিনা ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হল। কলকাতায় নিযুক্ত চিনের কনসাল জেনারেল ঝা লিয়ো এদিন উপস্থিত ছিলেন সল্টলেকের এই স্কুলে।

আরও পড়ুন- তুফান গতির বন্দে ভারত! কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দিনের দিন ফিরুন বাড়ি

তিনি এদিন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ জন্মবার্ষিকীর শুভ লগ্নে এটা একটা দারুণ ভাবনা। স্কুলে চাইনিজ ভাষা শিখবে ছাত্রছাত্রীরা। এই উদ্যোগ ভারত-চিন সম্পর্ক আরও দৃঢ় করবে। আরও মানুষ চাইনিজ ভাষা শেখার ব্যাপারে উৎসাহিত হবেন। আমাদের কোনও ভাষা বলতেই কুণ্ঠা বোধ হয় না। অনেক ভারতীয় চাইনিজ ভাষায় কথা বলতে পারেন।”

এদিকে, স্কুলের ভাইস-প্রিন্সিপাল বলেন, “স্কুলের পঞ্চম থকে অষ্টম শ্রেণিতে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চাইনিজ ভাষা যুক্ত করা হল। এটা করতে পেরে আমরাও দারুণ উৎসাহিত। চিনের কনসাল জেবারেল ঝা লিয়োর সহযোগিতা পেয়েছি। পরবর্তী সময়ে স্কুলে ফরাসি, জার্মান ভাষা শেখানোর ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Chinese is recognized as a third language in schools in salt lake