Advertisment

C V Ananda Bose: একের পর এক হিংসা সরকারের সমর্থনেই! চোপড়া কাণ্ডে রাজ্যকে একহাত রাজ্যপালের

Chopra Couple whipped by TMC strongman: চোপড়ায় যুগলকে পেটানোর ঘটনার খবর পেয়ে সোমবারই দিল্লি থেকে বিমানে শিলিগুড়িতে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার শিলিগুড়ি থেকে চোপড়ায় সড়কপথে পৌঁছনোর কথা ছিল তাঁর। কথা বলবেন, আক্রান্ত এবং তাঁদের পরিবারের সঙ্গে। কিন্তু চোপড়ায় শেষপর্যন্ত গেলেন না রাজ্যপাল। শিলিগুড়ি থেকেই ফের দিল্লির উদ্দেশে উড়ে গেলেন বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
3 people of raj bhavan summoned by police in cv ananda bose case update

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Chopra Couple whipped by TMC strongman: চোপড়ায় যুগলকে পেটানোর ঘটনার খবর পেয়ে সোমবারই দিল্লি থেকে বিমানে শিলিগুড়িতে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার শিলিগুড়ি থেকে চোপড়ায় সড়কপথে পৌঁছনোর কথা ছিল তাঁর। কথা বলবেন, আক্রান্ত এবং তাঁদের পরিবারের সঙ্গে। কিন্তু চোপড়ায় শেষপর্যন্ত গেলেন না রাজ্যপাল। শিলিগুড়ি থেকেই ফের দিল্লির উদ্দেশে উড়ে গেলেন বোস।

Advertisment

রবিবারই চোপড়ার লক্ষ্মীপুরে হওয়া একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, এক তরুণ এবং তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে অচৈতন্য অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার। অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার ভিডিও ভাইরাল হতেই জেসিবি-কে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত তরুণী বিবাহিত। কিন্তু তিনি অন্য এক পুরুষের সঙ্গে ঘর ছাড়েন। ফিরে এলে তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। টাকা না দিলে এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা না দিতে পারায় দুজনকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। মূল অভিযুক্ত জেসিবি-কে দেখা যায় একছড়া কঞ্চি নিয়ে দুজনকে পেটাচ্ছেন।

এদিকে, শিলিগুড়ি পৌঁছেই রাজ্যপাল বলেন, 'সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যজুড়ে। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের।' শিলিগুড়ির সার্কিট হাউসে বসে একথা বলেন বোস। তিনি আরও বললেন, 'যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না।'

আরও পড়ুন লাল ঝান্ডা নামিয়ে ঘাসফুলের পতাকা হাতে, ‘আদর্শের জলাঞ্জলি’ দিয়ে তৃণমূলে যোগ দুই সিপিএম নেতার

ইতিমধ্যেই চোপড়া কাণ্ডে রাজনীতির জল অনেক দূর গড়াচ্ছে। বিজেপির কেন্দ্রীয়-রাজ্য নেতৃত্ব ঘটনার নিন্দায় সরব হয়ে আসরে নেমেছে। রাজ্যপাল গোটা ঘটনার রিপোর্ট নবান্নের কাছে চেয়েছেন।

West Bengal c v anand bose Lynching
Advertisment