মনোনয়ন জমার শেষ দিনেও অশান্তি। ক্যানিং, ভাঙড়ের পর এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের চোপড়া। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেসের প্রার্থী ও কর্মীরা। বিডিও অফিসে ঢোকার বেশ কিছুটা আগেই মিছিল লক্ষ্য করে চলে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন বাম ও কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী ও কর্মী। তাঁদের মধ্যেই এক সিপিএম প্রার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ বিরোধীদের। যদিও এখনও তৃণমূলের তরফে এব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি।
হামলার আশঙ্কাটা ছিলই! হলও তাই। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনেই মনোয়নপত্র জমা দিতে একসঙ্গে মিছিল করে চোপড়া বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন বাম ও কংগ্রেসের প্রার্থী এবং কর্মীরা। রাস্তা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর বিডিও অফিসের বেশ কিছুটা আগে ভয়ঙ্কর কাণ্ড। বিরোধীদের মিছিল লক্ষ্য করে অতর্কিতে ছুটে আসে গুলি।
আরও পড়ুন- ধোপে টিকল না রাজ্যের আর্জি, পুর নিয়োগ দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল!
রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন প্রার্থী ও কর্মীরা। মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। হাহাকার, চিতকারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায়। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরই মধ্যে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে।
আরও পড়ুন- ১৪৪ ধারার গুষ্টির ষষ্ঠীপুজো! ভাঙড় বিডিও অফিস যেন তৃণমূলের পার্টি অফিস! ঢুকলেন আরাবুল
এদিকে এই হামলায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বাম ও কংগ্রেস। যদিও শাকদলের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আতঙ্ক থাকলেও মনোনয়ন জমা দিতে অনড় বাম ও কংগ্রেসের প্রার্থীরা। প্রশাসনকেই এবার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তাঁদের মনোনয়ন জমার ব্যাপারে যাবতীয় পদক্ষেপ করতে হবে বলে দাবি তুলেছে দুই দল।