BREAKING NEWS: বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল, রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্ষত-বিক্ষত দেহ

উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

author-image
Sayan Sarkar
New Update
চুনার ট্রেন দুর্ঘটনা, মির্জাপুর রেল দুর্ঘটনা, কালকা এক্সপ্রেস, Kalka Express accident, Uttar Pradesh train accident, তীর্থযাত্রী নিহত, Mirzapur train accident, যোগী আদিত্যনাথ শোক, Chunar railway station, UP rail mishap

বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল

BREAKING NEWS: বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল, রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্ষত-বিক্ষত দেহ। 

Advertisment

উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন।

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া থেকে কালকাগামী কালকা মেলের ধাক্কায় মৃত্যু হল ছয় তীর্থযাত্রীর। আহত হয়েছে আরও একাধিক ব্যক্তি। সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা, যার ফলে স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা।

Advertisment

রেল সূত্রে জানা গেছে, সোনভদ্র থেকে প্যাসেঞ্জার ট্রেন (প্রয়াগরাজ–বারওয়াদিহ প্যাসেঞ্জার) চুনার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ওই ট্রেনে থাকা তীর্থযাত্রীরা কার্তিক পূর্ণিমার গঙ্গাস্নানের উদ্দেশ্যে চুনারে নামেন। প্ল্যাটফর্ম থেকে নামার পর তাঁরা ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে এসে পড়ে হাওড়া–কালকা মেল এবং কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন তীর্থযাত্রীকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিত ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে দেহের অংশগুলি রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে জিআরপি ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠান।

রেল কর্মকর্তাদের মতে, কালকা মেলের  চুনারে কোনও স্টপেজ ছিল না। ফলে ট্রেনটি ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে স্টেশন অতিক্রম করছিল। রেললাইন পার হওয়া তীর্থযাত্রীরা ট্রেনের গতি অনুমান করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন।

ঘটনার পরই রেলওয়ে পুলিশ (RPF) ও GRP টিম তৎপর হয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনে এসডিআরএফ ও এনডিআরএফ দল মোতায়েন থাকবে।

এদিকে, রেলওয়ে ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা সকলেই সোনভদ্র ও আশেপাশের এলাকার বাসিন্দা ।

আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি

আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন

 নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক

নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট

ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান

Train Accident