নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিআইডি। কল্যাণীর এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে এবার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে হানা সিআইডির তিন সদস্যের একটি দলের। কল্যাণীর এইমস-এ ৭ জনের নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই ৭ জনের মধ্যে রয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূও।
নিয়োগ দুর্নীতির তদন্তে এবার রাজ্য সরকারের সিআইডি। কল্যাণীর এইমস-এ নিয়োগ ঘিরেও বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। এইমস-এ মূলত বিজেপি সাংসদ-বিধায়ক-নেতাদের ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে যায়। যা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে বিঁধে সুর চড়াচ্ছে তৃণমূল।
এমনিতেই এরাজ্যে নিয়োগ দুর্নীতি গত কয়েকমাস ধরেই জোরদার চর্চায়। এসএসসি থেকে শুরু করে প্রাইমারি টেট-সহ রাজ্য সরকারের একাধিক দফতরে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার পাহাড় প্রমাণ অভিযোগ সামনে এসেছে। এসএসসিতে নিয়োগে চূড়ান্ত বেনিয়মের অভিযোগে সংস্থার বর্তমান-প্রাক্তন একাধিক কর্তা গ্রেফতার হয়ে জেলবন্দি জীবন কাটাচ্ছেন। শুধু তাই নয়, টাকার বিনিময়ে স্কুলে চাকরি 'বিক্রি'র অভিযোগে মাসের পর মাস ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- আসানসোল-কাণ্ডে শুভেন্দুকে প্যাঁচে ফেলতে সুপ্রিম কোর্টে রাজ্য, কী জানাল আদালত?
প্রাইমারি টেটে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও। রাজ্য সরকারের অধীনে একধিক দফতরে চাকরিতে বেনিয়মের অভিযোগে মূলত শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীরাই গ্রেফতার হয়েছেন। এছাড়াও শাসকদলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিও কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে শ্রীঘরে গিয়েছেন।
উল্টোদিকে এরাজ্যের কল্যাণীতে থাকা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠান এইমস-এ সাতজনের নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে। এই ৭ জনের মধ্যেই রয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূও। বৃহস্পতিবার বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে অভিযানে যায় সিআইডি।
আরও পড়ুন- ‘বেপরোয়া’ শুভেন্দু, বিচারপতি মান্থাকে দায়ী করে বেনজির আক্রমণ কুণালের
রাজ্যের গোয়েন্দা সংস্থার তিন সদস্যের একটি দল এদিন বিধায়কের বাড়িতে হানা দেয়। যদিও বিধায়ক বঙ্কিম ঘোষ এদিন বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যদেরই নিয়োগ দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সিআইডির এই দলে এক মহিলা সদস্যও ছিলেন।