লালন শেখ মৃত্যুতে এবার সিবিআইকেই নোটিশ পাঠাল সিআইডি। সিবিআই হেফাজতে লালন-মৃত্যুর বিস্তারিত তথ্য জানতে চায় রাজ্যের তদন্ত সংস্থা। লালনের ঝুলন্ত দেহ প্রথম সিবিআইয়ের কোন কর্মী দেখেছিলেন? তারপর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই সব তথ্য জানতে চেয়ে এবার কেন্দ্রের তদন্ত সংস্থাকে নোটিশ ধরাল রাজ্যের তদন্তকারী সংস্থা। এরই পাশাপাশি সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় নালিশ ঠুকেছেন মৃত লালন শেখের স্ত্রী।
সিবিইকে প্যাঁচে ফেলতে তৎপর সিআইডি। রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত ছিল লালন শেখ। নৃশংস ওই হত্যালীলার পরপরই গা ঢাকা দেয় লালন। শেষমেশ ৯ মাস পর লালনকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল লালন শেখকে। তবে কেন্দ্রের তদন্ত সংস্থার হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় লালন শেখের। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন, এমনই দাবি সিবিআইয়ের।
আরও পড়ুন- আজ ‘ছাড়’ তৃণমূলকে, ফুটবল জ্বরে কাঁপছেন দিলীপও, আর্জেন্তিনা না ফ্রান্স? কাকে সমর্থন?
যদিও লালনের পরিবার সিবিআইয়ের এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, লালনকে খুন করেছে সিবিআই। রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী। এদিকে, লালন শেখের মৃত্যুর তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। ইতিমধ্যেই বগটুই গ্রামে গিয়ে লালন শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।
এবার লালন-মৃত্যু রহস্য উদঘাটনে সরাসরি সিবিআইকে নোটিশ পাঠাল রাজ্যের তদন্তকারী সংস্থা। লালনের ঝুলন্ত দেহ প্রথমে সিবিআয়ের কোন কর্মী দেখেছিলেন? তারপর লালনকে কোথায় নিয়ে যাওয়া হয়? এই সব তথ্য জানতে চেয়ে এবার সিবিআইকে নোটিশ পাঠিয়েছে সিআইডি।
আরও পড়ুন- তৃণমূলকে ডিসেম্বর হুঁশিয়ারি, আসলে কী কনকনে ঠান্ডায় বিজেপির কাঁপুনি রুখলেন শুভেন্দু?
অন্যদিকে, সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেও তোলপাড় ফেলে দিয়েছেন লালন শেখের স্ত্রী। সিবিআইয়ের সিল করে দেওয়া বাড়ি থেকেই মূল্যবান জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন লালনের স্ত্রী। রামপুরহাট থানায় কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন লালনের স্ত্রী।