Advertisment

এবার সিআইডি স্ক্যানারে বিচারপতি অমৃতা সিনহার স্বামী! মারাত্মক অভিযোগে তলব

কী এমন অভিযোগ?

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court division bench give interim stay on justice amrita sinhas primary teacher recruitment case order , প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্ট ও বিচারপতি অমৃতা সিনহা।

ইডির তলব

Advertisment

নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থা লিপস এম্ড বাউন্ডসের সম্পত্তি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা। যার প্রেক্ষিতে ইডি আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে ইডি। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা চলছে। এসবের মধ্যেই এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠাল সিআইডি।

কেন তলব?

আগামী শনিবার বেলা ১১টায় ভবানী ভবনে বিচারপতি সিনহার স্বামীকে হাজির হতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুয়ায়ী একটি মামলার তদন্তের প্রেক্ষিতেই এই তলব বলে জানা গিয়েছে। আগেওবিচারপতির স্বামীকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির তদন্তকারীরা।

কী অভিযোগ?

'বার অ্যান্ড বেঞ্চ' (আইন সংক্রান্ত বিষয়ে খবরাখবর পরিবেশনকারী সংবাদমাধ্যম)-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, একটি জমি সংক্রান্ত বিষয়ে এক বিধবার সঙ্গে তাঁর কয়েক জন আত্মীয়ের বিরোধ ছিল। মামলা গড়ায় আদালতে। আবেদনকারী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করতে বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দাদা এবং অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ ছিল বিধবার। তাঁকে হুমকি, মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজও প্রমাণ হিসাবে জমা করা হয় আদালতে। মামলাকারী বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে দু'টি ফৌজদারি অভিযোগ করেন।

একটি অপরাধের মামলায় অবৈধ ভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে বিচারপতি সিনহার আইনজীবীস্বামীর বিরুদ্ধে। অভিযোগ, দু'টি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয়, তার সব রকম চেষ্টা করেছেন বিচারপতি সিনহার স্বামী। অভিযোগ করা হয় যে, ওই দুই মামলার প্রাথমিক তদন্তে এক জন অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও তদন্তের গতি থমকে রয়েছে। হলফনামায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট তদন্তকারীকে এক বার ডেকে তিরস্কার এবং ভর্ৎসনা করেছেন বিচারপতি। তিনি নাকি বলেছেন, ওই দু'টি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলার তদন্ত হচ্ছে?

আরও পড়ুন- কমিটেড ভোটারদের মন বুঝতে মরিয়া তৃণমূল-বিজেপি, লাভের গুড় কি পিঁপড়েয় খাবে?

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মামলাকারীর আবেদনে প্রার্থনা জানানো হয় যে, শীর্ষ আদালত যেন বিচারপতি এবং আইনজীবী স্বামীর ওই কাজের জন্য তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, মামলাকারীরা পর্যাপ্ত পুলিশি সুরক্ষার আবেদন জানিয়েছেন।ফলস্বরূপ, ওই দুটি মামলার তদন্তপ্রক্রিয়াই বাধাপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, বিচারপতি সিনহার বিরুদ্ধেও অভিযোগ করেন মামলাকারীরা।

মামলার প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট। তবে গত ১ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছি, আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। সেই সূত্রেই বিচারপতি স্বামীকে তলব করেছে সিআইডি।

Calcutta High Court CID Justice Amrita Sinha
Advertisment