Advertisment

উপনির্বাচনী উত্তাপের আবহে নন্দীগ্রামে সিআইডি

এর আগেও একবার নন্দীগ্রামে গিয়েছিলেন সিআইডির প্রতিনিধিরা। বৃহস্পতিবার ফের সেই একই ঘটনার তদন্তে নন্দীগ্রামে রাজ্যের গোয়েন্দা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
Cid team at nandigram, officers have interrogates in mamata banerjee injured case

নন্দীগ্রামে সিআইডির প্রতিনিধিরা। ছবি: কৌশিক দাস

ভবানীপুর উপনির্বাচন ঘিরে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। ফোকাস তৃণমূলনেত্রীকে গিরেই। এই আবহে বৃহস্পতিবার ফের একবার নন্দীগ্রামে সিআইডি। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনারই তদন্তে গিয়েছেন সিআইডির প্রতিনিধিরা। এদিন বিরুলিয়া বাজারে স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেচেন তদন্তকারীরা।

Advertisment

একুশের ভোটে গোটা রাজ্যের নজর ছিল নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের এই আসনেই প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের প্রচারে বেরিয়ে নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে আঘাতের অভিযোগ তোলেন খোদ তৃণমূলনেত্রী। পরবর্তী সময়ে গোটা ভোট-পর্বে হুইল চেয়ারে বসে প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর পায়ে চোট নিয়ে তদন্ত করছে সিআইডি।

এর আগেও নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া বাজারে তদন্তে গিয়েছিলেন সিআইডির প্রতিনিধিরা। বৃহস্পতিবার বেলা ১২টা নাগার ফের ওই একই এলাকায় পৌঁছন তদন্তকারী অফিসাররা। ঠিক কী ঘটেছিল সেদিন? ফের একবার জিজ্ঞাসাবাদ চলে স্থানীয়দের। এলাকায় মাপ-যোগ করেছে সিআইডি।

আরও পড়ুন- নিহত কর্মীর দেহ হস্তান্তরে দেরি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় জমে যায় বিরুলিয়া বাজার চত্বরে। এরই মধ্যে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের চক্রান্ত করে তাঁকে আঘাত করেছে বলে বলে সেই সময় অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। এর আগে ৩১ আগস্ট নন্দীগ্রামে গিয়েছিলেন তদন্তকারীরা। সেদিনের পর আজ ফের নন্দীগ্রামে সিআইডি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee nandigram CID
Advertisment