New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Suvendu-Mamata.jpg)
আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী।
ফের তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী।
আবারও রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি, এমনই অভিযোগ বিজেপি নেতার। সরাসরি এব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ''ওপেন চ্যালেঞ্জ রইল, আমার বিরুদ্ধে অশুভ চেষ্টা চালিয়ে যান। আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপরে থাকবে।'' তৃণমূল সুপ্রিমোকে বেনজির আক্রমণ করে টুইট বিজেপি নেতার।
এদিন একাধিক টুইটে রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকার ও শাসক দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকাকালীন মুর্শিদাবাদে দলের সংগঠনের কাজ দেখতেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে মুর্শিদাবাদে কাজ করার সময়ে পাঁচ বছর তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা এসকর্ট পার্টি সম্পর্কে সিআইডি বিস্তারিতভাবে খোঁজ নিচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা।
The district where TMC got a footing owing to my tireless efforts, starting from hoisting the first political flag is now being explored by Bua Bhatija Government for registering more & more false cases against me. pic.twitter.com/RcD7lmzbGP
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 10, 2022
In September 2022, CID WB is frantically trying to gather details of all the escort parties deployed for my security in Murshidabad between August 2015 to November 2020 possibly for influencing & pressuring them to give false statements against me for filing more false cases.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 10, 2022
Appalled at the level, the already exposed WB CID can stoop down to, for harassing Leaders in the Opposition.
Go ahead, keep wasting your time and resources for causing harassment to citizens, while ignoring the real cases which needs to be investigated right now.— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 10, 2022
This is my Open Challenge to @MamataOfficial to continue with her sinister pursuits against me.
The Rule of Law will ultimately prevail over the Law of the Ruler.— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 10, 2022
তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের জন্য ও মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিজেপি নেতার। টুইটে তিনি লিখেছেন, ''আমার অক্লান্ত পরিশ্রমের জন্য এই জেলায় তৃণমূল পায়ের নীচে মাটি পেয়েছিল, দলের পতাকা তুলেছিল। পিসি-ভাইপোর সরকার এখন সেখানে আমার বিরুদ্ধে আরও মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছে।''
আরও পড়ুন- ফের খোঁজ টাকার পাহাড়ের, ED-র হানায় বান্ডিল-বান্ডিল টাকা উদ্ধার
সিআইডি-কে কাজে লাগিয়ে তাঁকে অপদস্থ করার চক্রান্ত চলছে বলে আশঙ্কা শুভেন্দু অধিকারীর। বর্তমানে যে বিষয়গুলি নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া দরকার, সেগুলির বদলে শুধুমাত্র নাগরিকদের হয়রানির জন্যই সময় ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। অন্য একটি টুইটে এব্যাপারে মুখ্যমন্ত্রীকে দুষে বিরোধী দলনেতা লিখেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ওপেন চ্যালেঞ্জ। আমার বিরুদ্ধে তাঁর অশুভ চেষ্টা চালিয়ে যান। আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপরেই প্রাধান্য পাবে।''