/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cisf.jpg)
RG Kar: আরজি করের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
RG Kar: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষায় আজ থেকেই মোতায়েন হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন CISF। হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষায়র দায়িত্বে আধাসেনা। তবে হাসপাতালের বাইরের চত্বরে আইনশৃঙ্খলার পরিস্থিতির দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা।
শহর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার ভার নিল কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন হয়ে গেল CISF। আরজি কর মেডিকেল কলেজের প্রতিটি বিল্ডিংয়ে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালের গেটে কড়া নজরদারি আধাসেনার। অন্যদিকে, এবার রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোরও দাবি জোরালো হচ্ছে।
তবে হাসপাতালের বাইরের আইনশৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা। এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল শীর্ষ আদালত। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছিলেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার CBI-এর স্ট্যাটাস রিপোর্ট দেখেই আন্দোলন তোলার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন তাঁরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cisf-2.jpg)
আরও পড়ুন- Kolkata Fire: আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যে মারাত্মক রূপ আগুনের
আরও পড়ুন- RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ, সরানো হল অধ্যক্ষ সহ চার শীর্ষ আধিকারিককে
সেই কারণেই নজর আজ শীর্ষ আদালতে। আরজি কর কাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ সর্বোচ্চ আদালতে জমা দেবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই রিপোর্ট দেখার পরেই আন্দোলন তোলা নিয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন চিকিৎসকরা।