RG Kar Medical College & Hospital: সুপ্রিম নির্দেশ! আজ থেকেই আরজি করের ভার আধাসেনার
RG Kar-CISF: এদিকে আরজি কর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে সরিয়েছে স্বাস্থ্য ভবন। এছাড়াও সরানো হয়েছে আরও তিন আধিকারিককে। MSVP সহ চেষ্ট মেডিসিনের প্রধান ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে আরজি করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে পড়ুয়াদের সব কটি দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।
RG Kar: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষায় আজ থেকেই মোতায়েন হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন CISF। হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষায়র দায়িত্বে আধাসেনা। তবে হাসপাতালের বাইরের চত্বরে আইনশৃঙ্খলার পরিস্থিতির দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা।
Advertisment
শহর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার ভার নিল কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন হয়ে গেল CISF। আরজি কর মেডিকেল কলেজের প্রতিটি বিল্ডিংয়ে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালের গেটে কড়া নজরদারি আধাসেনার। অন্যদিকে, এবার রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোরও দাবি জোরালো হচ্ছে।
তবে হাসপাতালের বাইরের আইনশৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন কলকাতা পুলিশের কর্মীরা। এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল শীর্ষ আদালত। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছিলেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার CBI-এর স্ট্যাটাস রিপোর্ট দেখেই আন্দোলন তোলার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন তাঁরা।
সেই কারণেই নজর আজ শীর্ষ আদালতে। আরজি কর কাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ সর্বোচ্চ আদালতে জমা দেবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই রিপোর্ট দেখার পরেই আন্দোলন তোলা নিয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন চিকিৎসকরা।