vatar government hospital: কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে নৃশংস ভাবে খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে।তার প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যের সমস্ত স্তরের সরকারী হাসপাতালে। তারই মাঝে এবার তোলপাড় ফেললো পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা।
মদ্যপ অবস্থায় হাসপাতালের কর্তব্যরত এক মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তা নিয়ে শনিবার ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়ায় ভাতাড় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মহলে।ভাতার থানাতে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশনও জমা দেন। তাতে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক(২) সূবর্ণ গোস্বামী, ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক এবং মহিলা চিকিৎসকও সামিল থাকেন। এর পরেই অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। জেলা পুলিশ সুপার আমন দীপ বিকালে জানান,অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে ভাতার থানার পুলিশ গ্রেফতার করেছে।তাঁকে রবিবারর বর্ধমান আদালতে পেশ করা হবে ।
ভাতার স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ায় ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ২-১৫ নাগাদ। ওইসময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন শিশু বিশেষজ্ঞ সুতপা নস্কর। ওইদিন বিকেল থেকেই বর্ধমান কাটোয়া সড়কে পুন্যার্থীদের প্রচুর ভিড় ছিল। কাটোয়া থেকে গঙ্গাজল নিয়ে হাজার হাজার পুন্যার্থী বর্ধমানেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রচুর বাইক ও বিভিন্ন যানবাহন চলাচল করছিল। ওই রাতে ভাতার এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটে। তখন সেইসব দুর্ঘটনাগ্রস্ত রোগীদের নিয়ে নাস্তানাবুদ হচ্ছিলেন হাসপাতালে ডাক্তার ,নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন - < RG Kar Incident: পুলিশ-আন্দোলনকারীদের বচসার জেরে ধুন্ধুমার, চরম উত্তেজনা আরজি কর হাসপাতালে >
ডাক্তার সুতপা নস্কর এদিন বলেন,"রাতে তখন হাসপাতালে দুর্ঘটনাগ্রস্থ রোগীদের ভিড় ছিল। তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। তখন সুশান্ত রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে আসেন। পেটে অস্বস্তি ও মাথা ঘুরছিল বলে তিনি জানান। আমি ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলাম। তবুও ওই সিভিক ভলেন্টিয়ার আমার সাথে চুড়ান্ত দুর্ব্যবহার করতে থাকেন। আমাকে হুমকি দিয়ে বলেন,' আর জি করে কি হয়েছে জানেন তো?''
জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সূবর্ণ গোস্বামী বলেন," আর জি করে কি হয়েছে আমরা সবাই জানি। ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে। আর জি করের মতন ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।আমরা চাই ওই সিভিক ভলেন্টিয়ারে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ।পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।"
এদিন আর জি করে মহিলা চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পোষ্টার হাতে ভাতার থানায় যান। তারপর সুবর্ণ গোস্বামীর নেতৃত্বে প্রতিনিধিদল পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ আশ্বস্ত করলে বিক্ষোভ ওঠে।