Advertisment

বিরাট ফাঁপড়ে অভিষেক! সাংসদের বিরুদ্ধে মামলা নিয়ে বেনজির পদক্ষেপ আদালতের

ফের অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
On 26 July 2023 Abhishek Banerjee applied to Calcutta High Court to go USA , বুধবারই বিদেশের পথে অভিষেক? হাইকোর্টে হলফনামা দিয়ে অনুমতির আর্জি

অনুমতি পাবেন অভিষেক?

ফের বড়সড় অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শীর্ষ নেতার বিরুদ্ধে মামলার জন্য কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদনের পরামর্শ প্রধান বিচারপতির। ইতিমধ্যেই বৃহত্তর বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মন্তব্য নিয়ে মামলা চলছে।

Advertisment

আবারও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় বিজেপিকে তুলোধনা করে সোচ্চার হন তৃণমূলের 'যুবরাজ'। এসএসকেএম হাসপাতালে গিয়ে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচার ব্যবস্থার একাংশের প্রতি ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা। তিনি বলেন, 'বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে।'

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের সঙ্গে বিস্তর ফারাক দিলীপের কথায়! ভোট মিটতেই শোরগোল তুঙ্গে

অভিষেকের এই মন্তব্য বিচার ব্যবস্থাকে অপমান করেছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ বর্ষীয়ান একাধিক আইনজীবী। তাঁদের আশঙ্কা, এই ধরনের মন্তব্যে আদালতের গরিমা ক্ষুন্ন হচ্ছে। তৃণমূল সাংসদের এই মন্তব্য দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে বলে ধারণা দিচ্ছে। অবিলম্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ধরনের বক্তব্যে লাগাম না পরালে আদালতের উপর সাধারণ মানুষ বিশ্বাস হারাবেন বলেও তাঁরা আশঙ্কা করেছেন।

আরও পড়ুন- বিরাট বিপাকে বিশ্বভারতীর উপাচার্য! আদিবাসী ছাত্রীর অভিযোগে বেনজির পদক্ষেপ

এদিন কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তারপরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার জন্য বৃহত্তর বেঞ্চে আবেদনের পরামর্শ দেন।

abhishek banerjee highcourt West Bengal tmc
Advertisment