Advertisment

মুসলিমদের মমতার বড় বার্তা, 'শান্ত থাকুন, আমার উপর ছাড়ুন'

হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
clash around Ramnavami procession in Howrah was a conspiracy of BJP says mamata

হিংসা রুখতে কড়া মুখ্যমন্ত্রী।

কড়া হাতে হাওড়ার কাজিপাড়ার অশান্তি মোকাবিলার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে, আরও গ্রেফতার হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা কখনই বরদাস্ত করবে না প্রশাসন, সংবাদমাধ্যমে এমনই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের। প্ররোচনায় পা না দিয়ে প্রত্যেককে শান্ত থাকার আবেদন রাজ্যের প্রশাসনিক প্রধানের।

Advertisment

এদিন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, 'গত ৪৮ ঘণ্টা ধরে আমি হাতজোড় করে অনুরোধ করেছিলাম। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। বিজেপির এটা একটা প্ল্যান ছিল। যেমন করেই হোক দাঙ্গা লাগাতেই হবে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। হাওড়ার ওই জায়গায় কেন মিছিল নিয়ে গেছে? পুলিশি ব্যর্থতা একটা ছিলই। সংখ্যালঘুদের এলাকায় ইচ্ছা করেই ওরা ঢুকেছিল। রামজান মাসে ইচ্ছা করে হামলা করেছে। বন্দুক-অস্ত্র নিয়ে গিয়ে সরাসরি হামলা।'

আরও পড়ুন- সুজন-বৃত্তের সবাই সরকারি চাকরিতে? নামের তালিকা প্রকাশ করে তোলপাড় ফেললেন কুণাল

তিনি আরও বলেন, 'হাওড়ার ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতার হবে। আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। আমরাও হাতে চুড়ি পরে বসে নিই। রামনবমীতে অশান্তি, বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা অ্যাকশন নেবই। মাথা ঠান্ডা রাখুন। নাটের গুরুরা টাকা দিয়ে দাঙ্গা লাগায়। অশান্তি পাকাতেই হাওড়ার মিছিলের রুট বদল।'

আরও পড়ুন- রাম নবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, দফায় দফায় গোষ্ঠীসংঘর্ষ, এলাকায় বিশাল পুলিশবাহিনী

উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় রাম নবমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক গন্ডগোল হয়। দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। হাওড়ার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় রাম নবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোল হয়। দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

Ramnavami Mamata Banerjee West Bengal bjp
Advertisment