ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে। এদিন মিছিল করে উত্তরকন্যার দিকে এগোতে গেলে তিনবাতির মোড়ে বামে যুব সংগঠনের বিশাল মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় ডিওয়াইএফআই কর্মীদেরও। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশও। টেনে হিঁচড়ে সরানো হয় ডিওয়াইএফআই কর্মীদের। সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ।
ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়িতে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। মিছিল করে ডিওয়াইএফআই কর্মীরা এগোতে থাকেন উত্তরবঙ্গে সরকারের মুখ্য প্রশাসনিক ভবন শিলিগুড়ির দিকে। তবে ডিওয়াইএফআইয়ের সেই মিছিল এদিন তিনবাতি মোড়ে গেলে আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম যুব কর্মীদের।
আরও পড়ুন- প্রয়োজনে অভিষেককে জেরা ইডি-সিবিআইয়ের! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে তোলপাড়
এরই মধ্যে পুলিসকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করেন কয়েকজন। ইটের ঘায়ে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। পাল্টা তেড়ে গিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশও। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের লাঠির ঘায়েও কয়েকজন ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন- পুলিশকে ঘোল খাওয়াতেই ‘কলিং অ্যাপ’? রাজু খুনের কিনারায় প্রধান ‘ভরসা’ কে?
এরপর রাস্তায় বসেই প্রতিবাদ শুরু করেন ডিওয়াইএফআই কর্মীরা। তাঁদের রাস্তা থেকে সরাতে গেলে তুমুল বচসা শুরু হয়। ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এছাড়াও বহু ডিওয়াইএফআই কর্মীকে এদিন আটক করেছে পুলিশ। সব মিলিয়ে বাম যুব সংগঠনের এই মিছিল ঘিরে এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিলিগুড়ির তিনবাতি মোড় চত্বর।