ভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষ বাংলায়। বুধবার রাতে বারুইপুরে তৃণমূল কংগ্রেস ও সংযুক্ত মোর্চার কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হল এলাকা। ব্যাপক সংঘর্ষের জেরে দুপক্ষের বেশ কিছু কর্মী গুরুত জখম হয়েছেন। উভয় পক্ষের দাবি, সংঘর্ষের জেরে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। পাল্টা সংযুক্ত মোর্চার নেতাদের দাবি, তাঁদের বেশ কিছু কর্মী নিখোঁজ। সবমিলিয়ে চাপা উত্তেজনা এলাকায়।
স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, বুধবার রাতে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেসের কর্মীদের গোপন বৈঠক চলছিল বেলেগাছি এলাকায়। তখন সেখান দিয়ে তৃণমূলের কয়েকজন কর্মী যাওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। রুহুল আমিন মিদ্দে নামে এক তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে মৃত্যু হয় তাঁর।
যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বারুইপুর পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী স্বপন নস্কর। তাঁর দাবি, বেলেগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাতে ৫ জন কর্মী আহত হন। তিনজন নিখোঁজ। হামলার পর পালাতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা অন্ধকারে পড়ে গিয়ে আহত হন। এই ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
এদিকে, বৃহস্পতিবার ভাঙড়ে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে খবর। ঘটনায় আহত উভয় পক্ষের মোট ১২ জন কর্মী-সমর্থক। যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।