শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিল রাজ্য সরকার। মঙ্গলবার শিক্ষক দিবসে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের রাজ্যের তরফে এই অনুদান প্রদান করা হয়। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।
Advertisment
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''৯ লক্ষ ৭৮ হাজার পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দিয়েছি। আজ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দিলাম। এতে খরচ হয়েছে ৯৭৮ কোটি টাকা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আরও আবেদন আসছে। এক্ষেত্রে সরকারই গ্যারান্টার। ব্যাঙ্কগুলিকে অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি তাঁরা ক্লিয়ার করে দেন।"
উল্লেখ্য, রাজ্য সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পে মূলত সরকারি স্কুল ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এককালীন অনুদান হিসেবে ১০,০০০ টাকা করে দেওয়া হয়। যোগ্য পড়ুয়াদের নাম সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসাগুলিই ঠিক করে। রাজ্য সরকারের তরফে এই ১০ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই টাকা দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্মার্টফোন কিংবা ট্যাব কেনার কাজে খরচ করতে পারেন।