Advertisment

বাংলায় লগ্নি টানতে কতটা সফল তিনি? বিদেশ থেকে ফিরেই জানালেন মুখ্যমন্ত্রী

বিদেশ সফর সেরে শনিবারই বাংলায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC at No 2 with Rs 1609 crore bond redemption rose after Assembly election win

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশ সফর সেরে বাংলায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ এবং দুবাইয়ে 'ভালো বৈঠক' হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্য বড় বড় চুক্তি হয়েছে বলেও শনিবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

"বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে শিল্পপতি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্ণধাররাও ছিলেন। অনেক বড় বড় চুক্তি হয়েছে। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, ফিকি এরাই পুরো বিষয়টা পরিচালনা করেছে।"

উল্লেখ্য, ১১ দিন ধরে বিদেশ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদে লা লিগার সঙ্গে বৈঠক সারেন মমতা বন্দ্যেপাধ্যায়। পশ্চিমবঙ্গে ফুটবল অ্যাকাডেমি গড়ার ব্যাপারে কথাবার্তা এগিয়েছে।

এব্যাপারে একটি মউ সাক্ষরিত হয়েছে। এছাড়াও মাদ্রিদের ব্যবসায়ীদের বাংলায় লগ্নির আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি বার্সেলোনা এবং দুবাই গিয়েও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ঠাকুরের শান্তিনিকেতনে উত্তরাধিকারীদের চিনে নিন

দুবাইয়ে বিখ্যাত লুলু গোষ্ঠীর সঙ্গেও বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে একটি চুক্তি হয়েছে রাজ্যের। এমনকী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে তাঁদের আমন্ত্রণও জানানো হয়েছে। সব মিলিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে বিদেশি লগ্নি আশার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

Industry West Bengal Dubai Mamata Banerjee Spain
Advertisment