বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফরে গিয়ে এবার বড়সড় প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বানারহাটের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে জলপাইগুড়ির ৬টি চা বাগান অধিগ্রহণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল বন্ধ বাগানের শ্রমিকদের মাসে মাসে ভাতা দেওয়ার ঘোষণার পর আজ মুখ্যমন্ত্রীর বাগান অধিগ্রহণের ঘোষণায় বিরাট আশায় বুক বেঁধেছেন চা শ্রমিকরা।
Advertisment
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। চা শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই আলিপুরদুয়ারের সরকারি সভা মঞ্চ থেকে চা শ্রমিকদের পাট্টা দেওয়ার পাশাপাশি বাড়ি তৈরির জন্য নগদ টাকা সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আজ সোমবার বানারহাটের সভামঞ্চ থেকে জলপাইগুড়ি জেলার ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জলপাইগুড়ির বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।" জলপাইগুড়ির রিয়াবাড়ি, রায়পুর, ধরনীপুর, রেডব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে। দিনের পর দিন ধরে বাগান বন্ধের জেরে চরম বিপাকে পড়েছেন চা শ্রমিকরা।
এবার বন্ধ বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। গতকালই চা শ্রমিকদের পাট্টা দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়ি তৈরির জন্য চা শ্রমিকদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি।
বন্ধ বাগানের চা শ্রমিকদের পরিবারকে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ারও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল ওই ঘোষণার পরের দিনেই এবার বন্ধ চা বাগান অধিগ্রহণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বিরাট খুশি চা শ্রমিকরা।