Jalpaiguri storm: এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ কম হবে। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
Jalpaiguri storm: জলপাইগুড়িতে কালবৈশাখীর তাণ্ডবে (Jalpaiguri storm) বিপুল ক্ষতি, প্রাণহানি। রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে গতরাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারে সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে হাসপাতালে ভর্তি আহতদেরও সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী।
Advertisment
মাত্র কয়েক মিনিটের প্রবল ভয়াল কালবৈশাখী ঝড়। শতাধিক বাড়ি ওই ঝড়ে ভেঙে প্রায় গুঁড়িয়ে গিয়েছে। প্রকৃতির তাণ্ডবলীলায় চারজনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। প্রচুর গাছ, বাঁশঝাড় কার্যত ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে। গোটা এলাকা যেন শ্মশানের চেহারা নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) নির্বাচনী জনসভা সারার পর বিকেলে এই ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
তড়িঘড়ি বিমানে রাতেই তিনি পৌঁছে যান বাগডোগরায়। ওই রাতেই জলপাইগুড়িতে পৌঁছে মৃতদের পরিবার ও হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে কথা বলেন তিনি। ঝড়ের পর উদ্ধারকাজ কীভাবে চলেছে সেব্যাপারেও খোঁজ-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনের কাজে রীতিমতো সন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরে গতকাল গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "প্রশাসন খুবই ভালো কাজ করেছে। চিকিৎসক, নার্স অন্য স্বাস্থ্যকর্মীরাও উদ্যোগী হয়ে দারুণ কাজ করেছেন। অনেক ক্রিটিক্যাল রোগীকেও স্থিতিশীল করেছেন ওঁরা। আমি রোগীদের সঙ্গে কথা বলেছি। এটা মর্মান্তিক ঘটনা। বাংলায় প্রচণ্ড বেশি ঝড়-জল হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ নদীমাতৃক। আজ মাত্র ৩ মিনিটের ঝড় হয়। ধোঁয়ার কুণ্ডলী দেখে আমারই গা শিউরে উঠেছে। মৃতদের বাড়িতে গিয়েছিলাম। প্রশাসন সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়ে উদ্ধারকাজ করেছে। এই সময়টা ঝড়-জলের সময়। ক্ষতিটা মারাত্মক হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে প্রশাসন।"