Advertisment

'বোমা-অস্ত্র উদ্ধার করুন', নির্দেশ মুখ্যমন্ত্রীর, বগটুইয়ে নিহতদের পরিবারের একজনকে চাকরি

বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee at Rampurhat Bagtui Villege Updates

রামপুরহাটের বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

বগটুইয়ে নিহতদের পরিবারের একজনকে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের কোনওভাবেই রেয়াত নয়, এদিনও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে আরও বেশি তৎপর হয়ে শুধু বগটুই নয়, সারা বাংলার যেখানে যত বোমা-অস্ত্র রয়েছে, তা উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Advertisment

পুলিশ প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন বগটুইয়ে গিয়ে প্রথমেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তারা। মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে এদিন আগাগোড়া ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলও। বগটুইয়ের ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন গ্রামে গিয়ে নিহতদের পরিবারের একজনকে তাঁর কোটা থেকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, প্রথম বছর তাঁরা ১০ হাজার টাকা করে পাবেন। পরে স্থায়ী চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। আগুন পুড়ে যাওয়া বাড়িগুলির মেরামতের জন্য প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য। এছাড়াও হিংসার জেরে জখমদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বগটুইয়ের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকায় বেশ ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী। এদিন গ্রামে দাঁড়িয়েই রাজ্য পুলিশের ডিজিকে তাঁর সাফ নির্দেশ, ''সারা বাংলায় যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধার করে নষ্ট করতে হবে। যে পুলিশ স্ফূর্তি করবে তাদের পুলিশে থাকার দরকার নেই। কয়েক জন পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হবে এটা আমি মেনে নেব না।''

publive-image
বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী। ছবি: পার্থ পাল।

পুলিশকে নিরপেক্ষভাবে কাজের নির্দেশ দিয়ে ডিজি-কে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''কোনও নেতার কথায় কাউকে ধরবে আর কাউকে ছাড়বে সেটা হতে পারে না। পুলিশ তার নিজের ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া কারও অর্ডার ক্যারি করবে না। এটা সমস্ত জায়গায় বলে দিন।''

রামপুরহাট গণহত্যার তদন্ত করছে সিট। এদিন সিটের সদস্যদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ''কাউকে খুশি করার দরকার নেই। কাউকে ভয় পাবেন না। কোনও সমস্যা হলে ডিজি কিংবা সরাসরি আমার সঙ্গে কথা বলুন।'' এরই পাশাপাশি বগটুইয়ের অশান্তির আঁচ পেয়েও পুলিশকে খবর না দেওয়ায় এদিন মমতা বন্দ্যোপাধ্যয়ের রোষের মুখে পড়েছেন রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হক।

আনারুলকে এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে রামপুরহাট থানার আইসি এবং এসডিপিও-কে সাসপেন্ড করে মামলার আওতায় আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন ওই দিন ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদেরও।

Mamata Banerjee Bagtui Rampurhat Death
Advertisment