RG Kar doctor death: আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগেই এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী। অপরাধীর ফাঁসির শাস্তির আবেদন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এবার সরাসরি নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা পৌনে একটা নাগাদ নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছোন মুখ্যমন্ত্রী। নিহতের মা-বাবার সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বলেছিলেন, “জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত। হাসপাতালে সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে। যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমরাও শাস্তির আবেদন জানাব। রাজ্য সরকারের কোনও কিছু লুকানোর নেই। তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। মহিলা চিকিৎসকের মৃত্যু নক্কারজনক। বলেছি কেসটাকে ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া যায় কিনা দেখতে। জুনিয়র ডাক্তাররা দায়িত্ববান। তারা কখনও রোগীকে চিকিৎসা থেকে বিরত করে না। ফার্স্ট ট্র্যাক কোর্টে এনে ফাঁসির আবেদন করা হোক। এই অপরাধের কোনও ক্ষমা নেই। তবে জুনিয়র ডাক্তারদের বলব, রোগী পরিষেবা চালু করুন। এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে। চারিদিকে সিসিটিভি আছে। যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল। চাইলে অন্য এজেন্সি দিয়ে তদন্ত হোক। Cbi তদন্তে আপত্তি নেই।”
আরও পড়ুন- RG Kar Hospital Incident: প্রবল চাপে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের, পদ ছেড়ে কী বললেন সন্দীপ ঘোষ?
এদিকে, আরজি কর কাণ্ডে সোমবারই পদত্যাগ করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানিয়েছেন, কারও চাপের জন্য নয়, নিজের ইচ্ছাতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পদত্যাগের পর সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”
আরও পড়ুন- RG Kar Incident: আরজি করের অধ্যক্ষের অপসারণ দাবি, চিকিৎসক খুনে ভাইরাল অডিও ক্লিপ, মুখ খুললেন কুণাল
উল্লেখ্য, আরজি করে মেডিক্যাল পড়ুয়া খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, জেরায় দোষ স্বীকারও করেছে অভিযুক্ত। তবে এই ঘটনায় আ কারও যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও কলকাতার সরকারি হাসপাতালগুলির পাশাপাশি গোটা রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে বিক্ষোভ-কর্মবিরতি জারি রয়েছে।
আরও পড়ুন- Junior Doctor Protests: জরুরি বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আর জি করে অচলাবস্থা অব্যাহত
এদিকে, আরজি কর কাণ্ডে সীমাহীন ক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। দিল্লিতে AIIMS-এর বাইরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকরা। কর্মবিরতি পালন করে বিক্ষোভ AIIMS-এর চিকিৎসকদের। 'NO SAFETY-NO DUTY' লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চিকিৎসকদের। আরজি করের ঘটনাকে 'দ্বিতীয় নির্ভয়া কাণ্ড' বলেও সোচ্চার AIIMS-এর চিকিৎসকরা।