'আজ আছি কাল নেই, লোভ করে কি হবে।' সোমবার নেতাজি ইন্ডোরে স্কুল পড়ুয়াদের স্মার্টফোন বিলির অনুষ্ঠানে অল্পবয়সীদের উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ঠিক কি ইস্যুতে তাঁর এই টিপস, তা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করেননি।
Advertisment
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্কুলপড়ুয়াদের ট্যাব বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জীবনে এগিয়ে চলার পথে অল্পবয়সী এই পড়ুয়াদের একাধিক পরামর্শ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। পড়ুয়াদের নিজেদের উপরে বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, ''কখনও লোভ করতে যেও না। আজ আছি কাল নেই, লোভ করে কি হবে। লোভ সম্বরণ করার চেষ্টা করবে, কোনওদিন বিপদে পড়বে না। লোভ সম্বরণ করবে, বলবে আমিই তো পারি। আমি নিজে যে লোকটা দাঁড়িয়ে আছি, আমার দাম কোটি কোটি টাকার চেয়েও বেশি।''
মূলত ছাত্রছাত্রীদের নিয়েই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। তৃণমূল নেতৃত্বাধীন সরকার গোড়া থেকেই পড়ুয়া স্বার্থে কাজ করছে বলে এদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারীর সময় ছাত্রছাত্রীদের স্বর্থেই একাধিক পদক্ষেপ করেছিল রাজ্য। করোনাকালে রাজ্যের দেওয়া স্মার্টফোন পেয়ে পড়াশোনার ক্ষেত্রে উপকৃত হয়েছেন পড়ুয়ারা, এদিন এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর গত ১১ বছরে রাজ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়, ১৪টি মেডিক্যাল কলেজ হয়েছে।
অন্যদিকে, সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী নিশানা করেছেন বিরোধীদেরও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে এদিন তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে গেরুয়া শিবির, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এরাজ্যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সাহায্য বন্ধ হওয়ার পিছনে চক্রান্ত রয়েছে।
এক্ষেত্রে মমতা দায়ী করছেন বঙ্গের পদ্ম শিবিরকেই। বঙ্গ বিজেপির নেতারাই দিল্লি গিয়ে কেন্দ্রকে এরাজ্যে টাকা দিতে বারণ করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁরকথায়, 'কিছু লোক, কুৎসা অপপ্রচার করে বেড়াচ্ছে। বাংলার বিরোধিতা করে চলেছে। বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কুটকাচালি করছে। বাংলার খেয়ে দিল্লিকে বলছে বাংলাকেই টাকা দিও না।'