/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-Banerjee-3.jpg)
বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লগ্নির খোঁজে স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ট্রেনে ফুটবলের শহর বার্সেলোনায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রবাসী ভারতীয় শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার সর্বোতভাবে শিল্পপতিদের পাশে থাকবে বলেও আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রবাসী ভারতীয় পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই মুহূর্তে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লগ্নি আনার উদ্দেশ্যেই তাঁর এই বিদেশ সফর। রবিবার বার্সেলোনায় পৌঁছোন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-3.jpg)
আরও পড়ুন- বাংলায় লগ্নি সৌরভের, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে স্পেন থেকেই বিরাট বার্তা মহারাজের
প্রবাসী ভারতীয়দের কী বললেন মুখ্যমন্ত্রী?
"এনআরআই বন্ধুদের জন্য একটা অ্যাপ খুলেছি। সেই অ্যাপটির নাম আপন বাংলা। যদি কখনও প্রয়োজন হয় বা বিনিয়োগ করতে চান, এমনকী কোনও সমস্যায় পড়লে, পরিবার ওখানে অথচ আপনি নেই…। অসুবিধায় পড়লেই আপন বাংলায় ক্লিক করুন। আমরা পরিযায়ী শ্রমিকদের জন্যও একটা অ্যাপ করেছি। তাঁরাও কোথাও বিপদে পড়লে আমরা সাহায্য করব।"
আজ বিশ্বকর্মা পুজো থেকেই উৎসবের মরশুমের শুরু। এপ্রসঙ্গে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার কারও সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। আমি দেশের বহু জায়গায় ঘুরি। সাতবারের সাংসদ ছিলাম। প্রত্যেক রাজ্য়ের সঙ্গেই আমার ভালো পরিচয়। মারাঠি ভাই-বোনেদের বলব গণপতি বাপ্পা মোরিয়া। সোমবার বিশ্বকর্মা পুজো থেকে একে একে সব পুজো শুরু। সকলকে শুভেচ্ছা।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Mamata-4.jpg)
এদিকে, রবিবারই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শান্তিনিকেতনকে হেরিটেজের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। এই স্বীকৃতির জন্যও সূদূর বার্সেলোনা থেকেও গর্ব প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান মঞ্চ থেকেই সবাইকে বাংলায় আসতে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের বার গেলে রসগোল্লা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।