"এনআরআই বন্ধুদের জন্য একটা অ্যাপ খুলেছি। সেই অ্যাপটির নাম আপন বাংলা। যদি কখনও প্রয়োজন হয় বা বিনিয়োগ করতে চান, এমনকী কোনও সমস্যায় পড়লে, পরিবার ওখানে অথচ আপনি নেই…। অসুবিধায় পড়লেই আপন বাংলায় ক্লিক করুন। আমরা পরিযায়ী শ্রমিকদের জন্যও একটা অ্যাপ করেছি। তাঁরাও কোথাও বিপদে পড়লে আমরা সাহায্য করব।"
আজ বিশ্বকর্মা পুজো থেকেই উৎসবের মরশুমের শুরু। এপ্রসঙ্গে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার কারও সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। আমি দেশের বহু জায়গায় ঘুরি। সাতবারের সাংসদ ছিলাম। প্রত্যেক রাজ্য়ের সঙ্গেই আমার ভালো পরিচয়। মারাঠি ভাই-বোনেদের বলব গণপতি বাপ্পা মোরিয়া। সোমবার বিশ্বকর্মা পুজো থেকে একে একে সব পুজো শুরু। সকলকে শুভেচ্ছা।"
এদিকে, রবিবারই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শান্তিনিকেতনকে হেরিটেজের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। এই স্বীকৃতির জন্যও সূদূর বার্সেলোনা থেকেও গর্ব প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান মঞ্চ থেকেই সবাইকে বাংলায় আসতে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের বার গেলে রসগোল্লা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।