Advertisment

তোলপাড় ফেলা অভিযোগ মমতা ব্যানার্জির, ফাঁস করলেন বিরাট ষড়যন্ত্র

৩১ আগস্ট আর ১ সেপ্টেম্বর, মুম্বইয়ে 'ইন্ডিয়া'র বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee will give an alliance message on July 21 to remove BJP from the centre , ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, মোদীকে হঠাতে শহিদ দিবসেই জোট-বার্তা তৃণমূল নেত্রী মমতার?

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন লোকসভা নির্বাচনে নাম-কা-ওয়াস্তে এনডিএ, কার্যত বিজেপির পরাজয় নিশ্চিত। আগেই নানা সমীক্ষার উল্লেখ করে এমনটা দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও তিনি গেরুয়া শিবিরকে একহাত নেন। বিজেপিকে তোপ দেগে বলেন, ‘বিজেপির অভিধানে সংবিধান বলে কোনও শব্দ নেই। আছে, শুধুই সন্ত্রাস। ওরা সন্ত্রাস করে দেশটাকে গেরুয়া করতে চাইছে। শুধু গেরুয়া থাকলে বাকি রং গুলো যাবে কোথায়? গেরুয়া ত্যাগের প্রতীক। কিন্তু, ত্যাগ নয় গেরুয়াকে ছড়িয়ে দিতে ওরা অত্যাচার করছে।'

Advertisment

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, 'বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে পারবে না, সেটা এখন থেকেই বুঝে ফেলেছে। সেই জন্য নানা পরিকল্পনা করছে। এমনকী, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন হ্যাক করার পরিকল্পনা পর্যন্ত করছে। তার বেশ কিছু প্রমাণও মিলেছে। আরও কিছু প্রমাণের আমরা সন্ধান করছি। সেসব নিয়ে ইন্ডিয়ার বৈঠকে আলোচনা হবে।' এর আগের লোকসভা নির্বাচনের সময়ও ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো।

সেই দাবি সেই সময় উড়িয়ে দিয়েছিল বিজেপি। মানতে চায়নি নির্বাচন কমিশনও। এবারও সরব হলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার থেকেই বোঝা যাচ্ছে, মোদীজি ক্ষমতায় ফিরবেন। সেই আশঙ্কায় এই ভাবে হ্যাক, হ্যাক করে চিৎকার শুরু হয়েছে।' বিরোধীরা অবশ্য বিষয়টি নিয়ে থামতে নারাজ।

আরও পড়ুন- সংসদে নেহরুর শরণাপন্ন শাহ, তীব্র কটাক্ষে ভরালেন অধীর

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে মোদী বাহিনীকে পর্যুদস্ত করতে বিজেপি বিরোধী বেশ কয়েকটি দল জোট বেঁধেছে। ‘ইন্ডিয়া’ নামে একটি জোট তৈরি করেছে। এই মাসেই ৩১ আগস্ট আর ১ সেপ্টেম্বর, পরপর দু'দিন মুম্বইয়ে 'ইন্ডিয়া'র বৈঠকের কথা। ওই বৈঠকে তিনি যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই বিজেপির পরিকল্পনা নিয়ে আলোচনায় ইভিএম হ্যাকিংয়ের প্রসঙ্গ উঠবে বলেই বৃহস্পতিবার জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো জানান, দেশকে রক্ষা করার জন্য বিরোধীরা জোট বেধেছেন। দেশের জন্য তাঁরা এই জোট তৈরি করেছেন। তাই বিরোধী জোটের জয় মানেই দেশের জয়।

bjp Mamata Banerjee loksabha election 2024
Advertisment