মায়েদের জন্য আজ একটি বিশেষ দিন। আজ মাতৃ দিবস। বিশ্বের সব মায়েদের বিশেষ এই দিনটিতে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ''মহান মা, আমাদের জৈবিক মা, আমাদের মাতৃদেবী, আমাদের মাতৃভূমি এবং বিশ্ব মাতাকে আমি আমার কবিতা এবং গানের মাধ্যমে আহ্বান করেছি। বিশ্বের সব মায়েদের স্যালুট জানাই।''
মায়েদের জন্য আজ বিশেষ একটি দিন। মানব জীবনে মা-এর বিকল্প নেই। মায়েদের আত্মত্যাগ-নিষ্ঠা, সন্তানকে বড় করতে তাঁর অদম্য ইচ্ছাশক্তির তুলনা অন্য কোনও কিছুর সঙ্গেই চলে না। এক নারীর মা-এ উত্তোরণের পর্বকে কুর্নিশ জানাতেই মাতৃ দিবস পালন শুরু হয়েছিল।
বিশ্বের নানা প্রান্তে নানা দিনে মাতৃ দিবস পালন করা হয়ে থাকে। তবে আমেরিকায় মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন করা শুরু হয়। তারপর থেকে ১০ মে দিনটিই অধিকাংশ দেশ মাতৃ দিবস পালন করা শুরু করে।
১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১০ মে দিনটিকে আমেরিকায় জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। নানা অনুষ্ঠানের মাধ্যমে মায়ের সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মায়েদের ত্যাগ-নিষ্ঠা-অকুণ্ঠ ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় মাতৃ দিবস।