Advertisment

"দিঘায় মেরিন ড্রাইভ ভাঙল কী করে?" সেচ দফতরের উপর রেগে আগুন মমতা

Cyclone Yaas Mamata Banerjee: "সব টাকা কি জলে ঢালছি? এই ঘটনার তদন্ত করে দেখা হবে,’’ বললেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Yaas, Digha, Mamata Banerjee

সাইক্লোন ইয়াসের দাপটে রাজ্যে বহু নদীবাঁধ ও সমুদ্রবাঁধ ভেঙেছে। ভেঙেছে মুখ্যমন্ত্রীর সাধের দিঘা মেরিন ড্রাইভও।

Cyclone Yaas Mamata Banerjee: সাইক্লোন ইয়াসের দাপটে রাজ্যে বহু নদীবাঁধ ও সমুদ্রবাঁধ ভেঙেছে। ভেঙেছে মুখ্যমন্ত্রীর সাধের দিঘা মেরিন ড্রাইভও। যার জেরে সেচ দফতরের কাজে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলার রিভিউ মিটিংয়ে সেচ দফতরের সচিবকে দ্রুত বাঁধ মেরামতির পাশাপাশি তদন্তের নির্দেশ দিলেন মমতা।

Advertisment

এদিন রিভিউ মিটিংয়ে ইয়াসের (Cyclone Yaas) জেরে ক্ষয়ক্ষতি নিয়ে সচিবদের সঙ্গে আলোচনার সময় সেচ দফতরের সচিব নবীন প্রকাশকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘দিঘায় পুরো বাঁধ কীভাবে ভাঙল? বাঁধ তৈরি করতে এত সময় কেন লাগছে? টাকা তো কম নিচ্ছে না। সব টাকা কি জলে ঢালছি? এই ঘটনার তদন্ত করে দেখা হবে।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি অর্থ দফতরকে বলব, আমফানের (Amphan) সময় যে কাজ হয়েছে সেগুলোর অবস্থা কী রকম রয়েছে, তা খতিয়ে দেখতে। এত টাকা আমি জলে ঢালব না। সেচ দফতরকে বলব, আগে থেকে টাকা ছাড়বে না। একটা টাস্ক ফোর্স তৈরি করো। সব খতিয়ে দেখে তারপর টাকা ছাড়বে।’’

আরও পড়ুন, “কীসের ভিত্তিতে হিসাব দিচ্ছেন মুখ্যমন্ত্রী?” Yaas-এর ক্ষতি নিয়ে প্রশ্ন দিলীপের

গত বছর আমফানের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় সুন্দরবনে কয়েক কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বছর ঘুরলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। যার জেরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "সুন্দরবনে মাটির বাঁধ না দিয়ে গাছ লাগাও। ম্যানগ্রোভ এলাকায় গাছ লাগানো উচিত। মাটির বাঁধ তো ভেঙে যাবেই। তার থেকে গাছ লাগালে শিকড় মাটির ভিতরে ঢুকে মাটিকে ধরে রাখে। ওটা অনেক ভাল।"

আরও পড়ুন, শুক্রবার Yaas বিপর্যয় দেখতে দুই ২৪ পরগনায় মুখ্যমন্ত্রী, কলাইকুন্ডায় মোদী-মমতা বৈঠক

এদিকে, মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পরই বৃহস্পতিবার সল্টলেকের জলসম্পদ ভবনে বৈঠকে বসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দু’ঘণ্টার বৈঠকে বাঁধ মেরামতির কাজে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই কমিটির নেতৃত্বেই দুর্গত এলাকায় কাজ করবে সেচ দফতর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Cyclone Yaas
Advertisment