/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/mamata-firhad.jpg)
মেয়রের সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা।
চলতি মাসের ১ তারিখ থেকে কলকাতা পুরসভা শহরে ঘন্টা পিছু গাড়ি পার্কিংয়ের ফি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। যা নিয়েই অসন্তোষ দানা বাঁধছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সমন্ধে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানতে না বলে দাবি করেছেন কুণাল ঘোষ। গোটা সিদ্ধান্তই দলের নীতির পরিপন্থী বলে দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তাঁর দাবি, পুরসভার পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তের কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। এরপরই পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করতে মেয়রকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'পার্কিংয়ের খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর অনেকটা চাপ বেড়েছে। বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কাছে পৌঁছেছে। শহরে পার্কিং ফি বৃদ্ধির মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ হয়নি। তিমি জানতে না এই ধরণের চাপ মানুষের উপর পড়তে চলেছে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত যেস্তরেই বা যাঁরাই নিয়ে থাকুন কোনও অবস্থাতেই সরকার বা দল এই সিদ্ধান্ত অনুমোদন করে না। মুখ্যমন্ত্রী এনিয়ে কিছুই জানতেন না।'
কুণালের সংযোজন, 'মুখ্যমন্ত্রীর নীতি যেন আম জনতার উপর চাপ না বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী কলকাতার মহানাগরিককে জানিয়েছেন বর্ধিত পার্কিং ফি প্রত্যাহর করতে। আজকের মধ্যেই সব সিদ্ধান্ত নিতে হবে।'
জানা গিয়েছে, কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের পরই তা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে তৃণমূলের তরফে টুইটে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কলকাতা পুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।
We thank @kmc_kolkata for ROLLING BACK the decision to hike parking charges in Kolkata.
In these tough times, GoWB or KMC will never burden people. Our pro-people stance remains unchanged. Your well-being and welfare will ALWAYS be our FIRST & FOREMOST PRIORITY! https://t.co/Ywv7K8mQrc— All India Trinamool Congress (@AITCofficial) April 7, 2023
পুরসভার বিষয়ে কোনও সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিজে বা তাঁর দল অনুমোদন করেননি। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি কেন শাসক দল তৃণমূলের পদাধিকারী ঘোষণা করলেন তা নিয়েই প্রশ্ন বিরোধীদের।
বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের বিষয়টি সমন্ধে বঙ্গ বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, 'লালু প্রসাদ যাদবকে বাঁচাতে মনমোহন সিং একটি আইন তৈরি করেছিলেন। তা ছিঁড়ে ফেলেছিলেন রাহুল গান্ধী। তারই পুনরাবৃত্তি এদিন দেখছি। আসলে মুখ্যমন্ত্রী জানতেন না এ হতে পারেনা। হয়তো ভাইপো জানতে না। ফলে মেয়রের কাছে ওই নির্দেশ মুখ্যমন্ত্রীর মারফৎ পৌঁছেছে। আসলে আদি তৃণমূলের কারোরই আর তৃণমূলে তেমন গুরুত্ব নেই।'
চলতি মাসের ১ তারিখ থেকে কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় ঘন্টায় চার চাকা ছোট গাড়ির পার্কিং ফি হচ্ছে ২০ টাকা। ২ ঘন্টায় ২০ টাকা। তিন ঘন্টায় তা বেড়ে হচ্ছে ৮০ টাকা। ৪ ঘন্টায় ফি হচ্ছে ১২০। ৫ ঘন্টায় তা বেড়ে দাঁড়াচ্ছে ১৬০ টাকা। এরপর থেকে প্রতি ঘন্টা পিছু ১০০ টাকা করে পার্কিং ফি গুনতে হচ্ছে।