/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Mamata-Banerjee-pic-1.jpg)
নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Durga Puja 2024: এবার আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান। আসন্ন দুর্গাপুজোয় এবার পুজো কমিটি গুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। পুজো কমিটি গুলির ফায়ার লাইসেন্স সহ সমস্ত ধরনের কর মকুব করেছে রাজ্য। ঢালাও ছাড় বিদ্যুতেও।
দুর্গাপুজোর অনুদান এবার আর বাড়ল। গতবার ৭০ হাজার টাকা করে দুর্গাপুজো কমিটিগুলিকে দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই অনুদান বেড়ে হল ৮৫ হাজার টাকা। শুধু তাই নয়। পরের বছর থেকে পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে ১ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবার দুর্গাপুজোয় বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার আরও বেড়েছে সেই ছাড়ের অঙ্ক। এবার ছাড় দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ। এই বছর আগামী ১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকেই জেলাগুলি থেকে ভিডিও কনফারেন্স মারফত যোগ দিয়েছিলেন অন্য পুজো কমিটির কর্তারাও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যে এ বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে।
২০২৫ সাল থেকে এই অনুদানের অঙ্ক বৃদ্ধি পেয়ে হবে ১ লক্ষ টাকা। এবছর দুর্গাপুজো কমিটিগুলোকে বিদ্যুতের মাশুলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ছাড় ছিল ৬৬ শতাংশ। এবছর অক্টোবরের শুরুর দিকেই দুর্গাপুজো। আগামী ৯ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী।