Advertisment

Mamata Banerjee on Durga Puja 2024: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, ক্লাবগুলিকে শারদোৎসবে ঢালাও ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেই বৈঠকেই এবছরের দুর্গাপুজোর অনুদান আরও বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অনুদান বাড়ানোই নয়। সেই সঙ্গে শারদোৎসব উপলক্ষে কমিটিগুলিকে ঢালাও ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee holds meeting for west bengal durga puja 2024, দুর্গাপুজোর অনুদান বেড়ে হল ৮৫ হাজার টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Durga Puja 2024: এবার আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান। আসন্ন দুর্গাপুজোয় এবার পুজো কমিটি গুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। পুজো কমিটি গুলির ফায়ার লাইসেন্স সহ সমস্ত ধরনের কর মকুব করেছে রাজ্য। ঢালাও ছাড় বিদ্যুতেও।

Advertisment

দুর্গাপুজোর অনুদান এবার আর বাড়ল। গতবার ৭০ হাজার টাকা করে দুর্গাপুজো কমিটিগুলিকে দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই অনুদান বেড়ে হল ৮৫ হাজার টাকা। শুধু তাই নয়। পরের বছর থেকে পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে ১ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতবার দুর্গাপুজোয় বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার আরও বেড়েছে সেই ছাড়ের অঙ্ক। এবার ছাড় দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ। এই বছর আগামী ১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Digha Special Train: বর্ষায় দিঘা? ফাটাফাটি বন্দোবস্ত রেলের! দুরন্ত গতিতে ছুটছে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি

সেই বৈঠকেই জেলাগুলি থেকে ভিডিও কনফারেন্স মারফত যোগ দিয়েছিলেন অন্য পুজো কমিটির কর্তারাও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যে এ বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন- Jhanklai: দেবীজ্ঞানে পূজিত বিষধর কেউটে ‘ঝাঁকলাই’! সাপ নিয়ে বাংলার এতল্লাটের মানুষজনের কী বিশ্বাস জানেন?

২০২৫ সাল থেকে এই অনুদানের অঙ্ক বৃদ্ধি পেয়ে হবে ১ লক্ষ টাকা। এবছর দুর্গাপুজো কমিটিগুলোকে বিদ্যুতের মাশুলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ছাড় ছিল ৬৬ শতাংশ। এবছর অক্টোবরের শুরুর দিকেই দুর্গাপুজো। আগামী ৯ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী।

Mamata Banerjee West Bengal Durga Puja
Advertisment