বাগডোগরা যাওয়ার ইন্ডিগোর উড়ান প্রায় ২ ঘণ্টা দেরিতে ছাড়ায় দমদম নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করতে হল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। সূত্রের খবর, কলকাতা বাগডোগরা উড়ানটি ছাড়ার নির্ধারিত সময় ছিল ১.৫০ মিনিটে। বাগডোগরা পৌঁছানোর কথা ৩.০০ নাগাদ। কিন্তু এদিন বিমানটি ছাড়ে ১ ঘণ্টা ৪৭ মিনিট দেরিতে, বিকেল ৩.৩৭ মিনিটে। এই বেসরকারি উড়ান বাগডোগরায় পৌঁছাবে ৪.৩৭ মিনিটে। বিমানবন্দর সূত্রে খবর, এই বিলম্বিত সময়ে মুখ্য়মন্ত্রী বিমানবন্দরের লাউঞ্জে পায়চারি করতে থাকেন। যান্ত্রিক কারণেই এই বিলম্ব বলে জানা গিয়েছে।
সোমবরাই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্য়মন্ত্রী। তারপর ২৩ জানুয়ারি দার্জিলিংয়ের ম্য়ালে নেতাজি জয়ন্তী পালন করবেন। কলকাতায় ফেরার কথা রয়েছে ২৫ জানুয়ারি। উল্লেখ্য়, ২২ তারিখ আবার মালদায় জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
অমিত শাহর হেলিকপ্টার নামা নিয়ে বিতর্কের জবাবে এদিন বিমানবন্দরে মুখ্য়মন্ত্রী বলেন, "এটি একেবারেই আইন-শৃঙ্খলা জনিত বিষয়। জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা প্রাপ্ত ব্য়ক্তিদের নিয়ে ভাবতেই হয়। এসব নিয়ে বাইরে আলোচনা করা যায় না। নিরাপত্তা নিয়ে আপোষ করতে পারি না। পুলিশ হেলিপ্য়াডের বিকল্প জায়গায় করার কথা বলেছে। সে তো আমাকেও বলে। পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমাকেও হেলিকপ্টারের অবতরণের পরিবর্তন করতে হয়। হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য়ে বিজেপির সমস্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। এখানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। অভিযোগ করার কোনও মানে হয় না।" মুখ্য়মন্ত্রীর বক্তব্য়, "একেবারেই মিথ্য়া বলা হচ্ছে। ভুল তথ্য় দেওয়া হচ্ছে। আমরা বিজেপির মতো নই।"