Advertisment

ভোটের দিন ঘোষণার আগেই মমতার বড় ঘোষণা, বাড়ছে বেতন

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভোট ঘোষণার ঠিক আগে বেতন বৃদ্ধির ঘোষণা। রাজ্যের শ্রমিকদের জন্যে বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টুইটারের মাধ্যমে এই বড় ঘোষণাটি করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Advertisment

রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি। এই মুহূর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক। প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে।

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা। অর্ধদক্ষ শ্রমিকরা এতদিন হাতে পেতেন দৈনিক ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা কাজের বিনিময়ে এখন থেকে হাতে পাবেন ৪০৪ টাকা।

Mamata Banerjee Mamata Government
Advertisment