scorecardresearch

বড় খবর

‘জীবন দেব, কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না’, CAA ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা

বিজেপি কীসের জন্য এনআরসি, সিএএ করতে চায় এ দিন ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

cm mamata banerjee is strongly opposed to caa at krishnanagar
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

গুজরাটের দুই জেলায় প্রতিবেশী তিন দেশ থেকে আগত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিএএ নিয়ে সুর চড়াতে শুরু করেছে বাংলার বিজেপি নেতৃত্ব। বাড়ছে রাজনীতির উত্তাপ। এই আবহে এবার নাগরিকত্ব ইস্যুতে ফের সুর চড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যুষিত নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মমতার সিএএ বিরোধিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

সিএএ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘নির্বাচন আসলে মনে পড়ে ক্যা ক্যা ক্যা। ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। নির্বাচন আসলেই তাদের মাথায় এনআরসি ঢোকে। মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশী-পাহাড়ি দিয়ে নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা কিন্তু এসব করতে চায় না। সবাই এক নয়। নদিয়ায় রানাঘাটের সাংসদ আপনাদের জন্য কিছু করেছে। তাহলে ভোটটা দেন কেন?’

উদ্বাস্তু পরিবারগুলির প্রতি সহমর্মি হয়ে মমতার বার্তা, ‘বাংলাদেশ থেকে কত মানুষ এসেছে। কষ্ট করে সংসার চালিয়েছেন। আজ আমি তাদের নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তারা জমি পাওয়ার অধিকার। যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন, তারা সবাই নিঃশর্ত জমির দলিল পাবেন। একটা জায়গা থেকেও উচ্ছেদ করতে দেব না। এটা আমাদের সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি।’

পাশাপাশি মতুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মতুয়া ভাই-বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক। আপনাদের উপর কোনও রকম কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন আমি বড় মার চিকিৎসা একা করেছি। আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি। কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না।’

আরও পড়ুন- জোটের ভাবনা ছেড়ে একক লড়াইয়ের প্রস্তুতি ISF-এর, পঞ্চায়েতের আগে রাজ্য সম্মেলন

বিজেপি কীসের জন্য এনআরসি, সিএএ করতে চায় এ দিন তাও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই, মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।’

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘আসলে উনি ভয় পেয়েছেন। তাই অসত্য বলছেন। সিএএ নিয়ে বাংলার নমঃশ্রুদ্র, মতুয়াদের ভুল ব্যাখ্যা করছেন। এখানকার মানুষদের সিএএ হলে কোনও ভয় নেই। কিন্তু যারা এ দেশে ঢুকে জেহাদ ছড়াচ্ছে তাদের বিতাড়িত হতে হবে। দেশ সুরক্ষিত থাকবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cm mamata banerjee is strongly opposed to caa at krishnanagar