Advertisment

Mamata Banerjee: গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল? আসলে তৃণমূলকে দেখলে ভয়ে কাঁপে: মমতা

Mamata Banerjee: একের পর এক দুর্নীতিতে গত কয়েক বছরে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বহড়ুতে প্রশাসনিক সভায় দলের গ্রেফতার হওয়া নেতানেত্রীদের নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ চক্রান্ত করে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নেতা-নেত্রীদের গ্রেফতার করা হয়েছে। এর পিছনে বিজেপিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি সরকারি সভামঞ্চ থেকে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী নিশানা করেছেন কেন্দ্রের এজেন্সিগুলিকেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee Jaynagar Administration Meeting

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: সরকারি সভামঞ্চ থেকে আবারও দুর্নীতির অভিযোগে দলের নেতাদের গ্রেফতারি ইস্যুতে মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের একবার তৃণমূল সুপ্রিমোর নিশানায় বিজেপি। "সব ব্যাপারে তৃণমূল। গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল? তৃণমূলকে দেখলে ভয়ে পায়, কাঁপে।" কেন্দ্রের শাসকদলকে একহাত নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বহড়ুর প্রশাসনিক সভা থেকে এভাবেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"সারদার মালিককে ২০১২ সালে আমরাই গ্রেফতার করেছি। ২০০ কোটি টাকা গরিব মানুষকে ফেরতও দিয়েছি। এজেন্সিরা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের। সেগুলো বেচে গরিব লোককে আজ পর্যন্ত টাকা ফেরত দিয়েছে? আজ পর্যন্ত দেয়নি। চিটফান্ডকে এনেছিল সিপিএম। সিপিএমের একটা কেউ গ্রেফতার হয়নি। সব ব্যাপারে তৃণমূল। গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। কাপড়ে কালি পড়লেও বলছে তৃণমূল।"

আরও পড়ুন- মোটা হয়ে যাওয়ার প্রচণ্ড ভয় মমতার! তাই তিনি এসব মুখেও তোলেন না…

তিনি আরও বলেন, "তৃণমূলের নামে ভয় পায়, কাঁপে। তাই বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভাবেছে লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে এলাকা খালি হয়ে যাবে। বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না।"

এদিন এরই পাশাপাশি আবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব মুখ্যমন্ত্রী। এরাজ্যে একাধিক প্রকল্পে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ফের কেন্দ্রেরবিজেপি নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "কেন্দ্র থেকে ৭৬টি টিম রাজ্যে এসে দেখে যাওয়ার পরেও টাকা দিচ্ছে না। সব প্রকল্পে বিজেপির লোগো লাগাতে বলছে। আমাদের রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। ভারত-পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে পারি, বিজেপির লোগো লাগাব কেন?"

আরও পড়ুন- Visva Bharati University: শেষপর্যন্ত ৩ মোবাইল নিয়ে চম্পট? বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে চুরির অভিযোগ!

tmc bjp Mamata Banerjee CPIM West Bengal loksabha election 2024
Advertisment