বিদেশ সফরে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি (সব ঠিক থাকলে সম্ভব ২০-২৫ সেপ্টেম্বর) দুবাই ও স্পেনে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে অনুমতির জন্য। যা মিললেই মুখ্যমন্ত্রীর সফর সূচি চূড়ান্ত হবে বলে খবর।
কেন বিদেশে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, শিল্পে বিনিয়োগ টানতেই মুখ্যমন্ত্রী বিদেশে যেতে চান। আগামী বছর বাণিজ্য সম্মেলন তথা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই স্পেনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফরে থাকতে পারেন বাংলার শিল্প ও বণিক মহলের একটি প্রতিনিধি দল। থাকার সম্ভবনা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের কর্তাদেরও।
বাংলা বিনিয়োগের সেরা গন্তব্য। নানাভাবে তা বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, স্পেনে গিয়ে সেখানকার অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেখানকার বণিক মহলগুলির সঙ্গেও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যে শিল্পের সম্ভাবনার পরিবেশ কেমন, তা বণিকমহলের কাছে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করবেন এ রাজ্যে লগ্নি টানার।
ব্যক্তিগত প্রয়োজনে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশে গেলে কেন্দ্রের অনুমতির প্রয়োজন পড়ে না। তবে সরকারি কর্মসূচি হলে বিদেশ মন্ত্রককে জানাতে হয়। এতে কেন্দ্রের সরকার চাইলে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কূটনৈতিক দৌত্যে সুবিধা হয়। এছাড়া, সংশ্লিষ্ট দেশটিতে অবস্থি ভারতীয় দূতাবাস প্রটোকল বাবদ বিভিন্ন লজিস্টিক সহায়তা করতে পারে।
এবার কী মোদী সরকারের অনুমতি মিলবে? অতীতে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা তিক্ত। বাংলার মুখ্যমন্ত্রীর চিন সফরে অনুমতি দেয়নি মোদী সরকার। শিকাগোতে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া সত্ত্বেওএকই কারণে যেতে পারেননি মুখ্যমন্ত্রী।