/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/Mamata-Banerjee.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি)
Mamata Banerjee: আবারও করোনা উদ্বেগ! খোদ মুখ্যমন্ত্রীই বললেন, 'যাঁরা পারবেন মাস্ক পরুন।' বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই করোনা নিয়ে আবারও সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। তবে এখনও কোনও বিধি-নিষেধ আরোপ কিংবা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনিক কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
করোনা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
"স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানে কেরলে হয়েছে। যাঁরা পারবেন মাস্ক পরুন। কোভিড নিয়ে সাবধানে থাকুন। বাজারে যখন যাবেন একটু সাবধানে থাকুন। আমার জোর করে কিছু করছি না। ভিড়ে গেলে সতর্ক থাকুন। হেলথ ডিপার্টমেন্টকে বলব এখন থেকেই প্রস্তুতি নিন ভবিষ্যতের জন্য। তবে ভয় পাওয়ার কিছু নেই। প্রাইভেট নার্সিহোমগুলিকে বলছি যাতে ইনফেকশন ফ্রি রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।"
এদিকে, এরই পাশাপাশি এদিন বাংলা ভাষার স্বীকৃতি নিয়েও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, "অন্য রাজ্যের ক্ল্যাসিকাল ভাষার স্বীকৃতি পেলে আমাদের ভাষা কেন পাবে না? আমাদের সবরকম পাওয়ার যোগ্যতা ছিল। আগে যাঁরা ছিলেন এসব নিয়ে কোনও মন ছিল না। বাংলা ভাষার অনেক আগেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার দরকার ছিল। কিছু মাপকাঠির ভিত্তিতে কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমি একটা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে।"
এছাড়াও রাজ্যের নাম বদলেও কেন্দ্রীয় সরকার উদাসীন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমরা দু'বার বিধানসভায় বিল পাশ করিয়েছি। দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নাম দিচ্ছে না। বম্বে থেকে মুম্বই হয়েছে, উড়িষ্যা থেকে ওড়িশা হয়েছে। আমাদের কেন হবে না?"
আরও পড়ুন- Royal Bengal Tiger: একেবারে ঘরের দোরে প্রকাণ্ড বাঘ! দরজা এঁটে সিঁটিয়ে ছিলেন গ্রামবাসীরা! তারপর?