/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-3-1.jpg)
ঝাড়গ্রামের একটি দোকানে চপ ভাজতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গলমহল সফরে গিয়ে ফের চেনা ছন্দে মুখ্যমন্ত্রী। সফরের প্রশাসনিক কাজকর্মের ফাঁকেই স্বভাবসিগ্ধ ঢেঙেই মমতার জনসংযোগ। বেলপাহাড়ির সভা সেরে ঝাড়গ্রামের পথে কখনও আদিবাসী গ্রামে গিয়ে থামল মমতার কনভয়। কখনও গাড়ি থেকে নেমে ঝাড়গ্রামের কাছে চপের দোকানে ঢুঁ মারলেন দিদি। কোথাও শুনলেন আদিবাসীদের অভাব-অভিযোগ। কোথাও সটান দোকানে ঢুকে চপ ভাজতে ব্যস্ত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় তেলেভাজার দোকানে ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজে হাতে চপ ভাজলেন মমতা। তার পর তা পরিবেশনও করলেন।
Video Courtesy: @AITCofficial#MamataBanerjee#WestBengalpic.twitter.com/XuOZa7lsIi— Indian Express Bangla (@ieBangla) November 15, 2022
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-1.jpg)
জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে তিনি ঝাড়গ্রামেই থাকবেন। আগামিকাল ঝাড়গ্রামে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। এদিন বেলপাহাড়িতে শহিদ বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বেলপাহাড়ির অনুষ্ঠান সেরে ঝাড়গ্রামের দিকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পথে শিলদার কুরচিবনি গ্রামে গিয়ে থামে মুখ্যমন্ত্রীর কনভয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-3.jpg)
আদিবাসীদের এই গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতেই শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা জানান স্থানীয় বাসিন্দারা। সব সমস্যা ধৈর্য ধরে শুনে সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-4-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-5.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cm-6.jpg)
এরপরেই ফের গাড়িতে উঠে পড়ে মুখ্যমন্ত্রী রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশে। মাগুরার কাছে গিয়ে ফের থামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবার রাস্তার পাশের একটি চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। নিজেই একজন চপ বিক্রেতার ভূমিকা নেন দিদি। মুখ্যমন্ত্রীকে খুন্তি হাতে গরম তেলে চপ ভাজতে দেখে সকলেই বেশ উৎসাহিত বোধ করেন। এরপর নিজে হাতে চপ ভেজে উপস্থিত প্রত্যেককে খাওয়ান মমতা।
আরও পড়ুন- ‘ও দিদি ঘর পাই নাই, ঘর পাব কবে?’, নালিশ শুনেই কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মমতা