মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধ ঘন্টারও বেশি সময় এই বৈঠক চলে। পঞ্চায়েত ভোট রাজ্য সরকার ও শাসদ দলের সঙ্গে রাজ্যপালের একাধিক ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছিল। তোপ, পাল্টা তোপে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠেছিল। তাই পঞ্চায়েত ভোট মিটতেই কেন মমতা-আনন্দ বোস সাক্ষাৎ তা নিয়ে জোর চর্চা চলে। পরে রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে এদিনের আলোচনা নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এসেছিলাম, কারণ এটাই সৌজন্য। অ্যাসেম্বলিতে বিল প্রায় নেই আরকি, কিন্তু তবুও অ্যাসেম্বলিটা করতে হয়, বছরে কতকগুলো দিন করতেই হয়। বিল খুঁজে পাচ্ছি না, হাতে রেডি নেই আরকি। সব পাস হয়ে গিয়েছে আগে। তাই ঘভর্নরকে বলে গেলাম যে দুটো বিল হতে পারে, তাও ফাইনান্স বিল। সেটা করে দিলে তাহলে আমরা অ্যাসেম্বলিতে আলোচনা করতে পারি। মূলত অ্যাসেম্বলির জন্যই এসেছিলাম আজকে। আর অন্যকিছউ ব্যাপার নয়।'
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'চা খেয়েছি, বিস্কুট খাইনি, দুধ চা খেয়েছি। আর কিছু শুনবে?' দুটি অর্থ বিল কি নিয়ে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, 'সেটা বলব না, সবকিছির সিক্রেসি আছে। যতক্ষণ না গভর্নর পাস করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা বলি না। এটাই নিয়ম।'
আচার্য বিল এখানও পাস করেননি রাজ্যপাল। যা নিয়েও রাজভবন-নবান্ন সংঘাত রয়েছে। এ নিয়ে কী এদিন কোনও কথা হয়েছে? মুখ্যমন্ত্রী বলেন, ' না ওটা নিয়ে কোনও কথা আজ হয়নি। যখন হবে, তখন দেখা যাবে।'
মঙ্গলবার ফের বিরোধী জোট 'ইন্ডিয়া'-কে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনাও টানেন ২৬ বিরোধী দলের জোটকে। সেই প্রসঙ্গে এদিন রাজভবন থেকে বেরিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিযেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'মোদীকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।'